Skip to content

গুরুত্বপূর্ণ আধুনিক মাসআলা সম্পর্কিত আলোচনার সূত্র

বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ অনেক মাসালা

  • মুয়াজ্জিন যখন ‘হাইয়া আলাস সালাহ’ বলবে তখন শ্রোতারা ‘লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে। (বুখারি, ১ম খণ্ড, ৮৬ নং পৃষ্ঠা)
  • আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, আযান ও প্রথম কাতারে নামাযের ব্যাপারে যে ফযিলত আছে তা যদি লোকেরা জানত তবে লোকেরা এর জন্য লটারি করত। ইশা ও ফজরের নামায জামাতে পড়লে কী ফযিলত আছে তা যদি লোকেরা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও নামাযে উপস্থিত হত। (বুখারি, ১ম খণ্ড, ৮৬ নং পৃষ্ঠা)
  • জালালাইনে বর্ণিত أحمده حمداً يوافي نعمه ويكافيء مزيده এমন শব্দে আল্লাহর হামদ করা করা সহিহ হাদিসের বিপরীত। (রিসালাতুল মুসতারশিদিন, পৃষ্ঠা নং ২৪৯-২৫২)
  • অন্তরের রোগসমূহ ও তার শ্রেণিবিন্যাস নিয়ে একটি সুন্দর আলোচনা দেখুন- (রিসালাতুল মুসতারশিদিন, পৃষ্ঠা নং ৭৮-৮১)
  • প্রচলিত বীমা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা দেখুন- (দরসে তিরমিযি, ৪র্থ খণ্ড, ৯৬-১০২ নং পৃষ্ঠা)
  • মোল্লা আলী কারি (রহ.) বলেন, চোর কখনো অভাবী ব্যক্তির ঘরে চুরি করতে যায় না। এজন্যই আলী (রা.) বলেন, ওয়াসওয়াসা বিহীন নামায তো ইহুদি-খ্রিস্টানদের নামাযের মতো। (ফতহুল মুলহিম, ২য় খণ্ড, ৯৮ নং পৃষ্ঠা)

অনুশীলন সিরিজের বই অর্ডার করুন এখানে । 

  • যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রীকে স্বামীর প্রতি সিজদা দেওয়ার আদেশ করতাম। হাদিসটি ইবনে মাজা, মুসনাদে আহমদ কিতাবে হাসান সনদে আছে। (ফতহুল মুলহিম, ৪র্থ খণ্ড, ৩৩ নং পৃষ্ঠা)
  • সাধারণ মোজার উপর মাসেহ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা- (আল-কাউসার, ফেব্রুয়ারি, ২০০৬ সাল)
  • অযু ছাড়া কুরআন শরিফ স্পর্শ করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা- (আল-কাউসার, মার্চ, ২০০৬ সাল)
  • নামাযে কাতার সোজা করা নিয়ে বাড়াবাড়ি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা- (আল-কাউসার, এপ্রিল, ২০০৬ সাল)
  • মেডিকেল টেস্টে ডাক্তারদের কমিশন নেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা- (আল-কাউসার, মে, ২০০৬ সাল)
  • শিশু কিশোরদের জন্য জরুরি মাসায়েল আলোচনা- (আল-কাউসার, জানুয়ারি, ২০০৮ সাল)
  • যে সব দেশে স্বাভাবিক নিয়মে দিন রাত্রি সংঘটিত হয় না সেসব দেশে নামায পড়ার আহকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। (তাকমিলাতু ফতহুল মুলহিম, ৬ষ্ঠ খণ্ড, ১২২-১২৪ নং পৃষ্ঠা)
  • মৃত ব্যক্তির কবরে শুনতে পাওয়া ও কবরে আযাব সংঘটিত হওয়া সম্পর্কিত আলোচনা- (তাকমিলাতু ফতহুল মুলহিম, ৬ষ্ঠ খণ্ড, ১২২-১২৪ নং পৃষ্ঠা)
  • বিয়ের পাত্রী নির্বাচনের ক্ষেত্রের পাত্রীর মধ্যে যেসব গুণের প্রতি লক্ষ্য রাখা জরুরি সে সম্পর্কিত আলোচনা- (তাকমিলাতু ফতহুল মুলহিম, ১ম খণ্ড, ৯১ নং পৃষ্ঠা)

 

আরও পড়ুনঃ মাসআলা সম্পর্কিত কিছু আলোচনা (রেফারেন্সসহ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page