কার সাথে রাজকন্যার বিয়ে হবে? মজার মজার গল্প
- এক কৃষকের তিন ছেলে ছিল। তিনটাই অকর্মার ঢেকি। সারাদিন টো টো কোম্পানির দারোয়ানি করে আর বাপের অন্ন ধ্বংস করে। একদিন খাবার খাওয়ার সময় তাদের বাবা ইচ্ছামতো শাসালেন। বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন। তিন ভাই তিন রাস্তা ধরে চলে গেল। বড় ভাই ডানে, মেঝোটা মধ্যের রাস্তায় আর ছোটটা বামে। একবছর পর তিন ভাই তিনটা ডিগ্রি নিয়ে এল।
বড় ভাই মস্ত বড় দর্জি। মেঝো ভাই বিরাট চোর এবং ছোট ভাই বিশাল তীরন্দাজ।বাবার কাছে আসলে বাবা তাদের ইন্টারভিউ নিতে চাইলেন। প্রথেমে তীরন্দাজের পরীক্ষা। তাকে বললেন, দেখো, ঐ যে তালগাছে বাবুই পাখি বসে আছে। তুমি পানির দিকে তাকিয়ে বাবুই পাখিটাকে নিশানা বানাতে হবে। তীরন্দাজ পানিতে তাকিয়ে তীর মেরে বাবুই পাখিটিকে মেরে ফেলে।
এবার চোরের পালা। তাকে বলা হয়, ঐ যে বাবুই পাখি তার বাসায় ডিমে তা দিচ্ছে। তোমাকে ডিম নিয়ে আসতে হবে কিন্তু পাখি যেন টের না পায়। চোর ব্লেড দিয়ে বাসা কেটে করে ডিম নিয়ে আসে এবং পরীক্ষায় সফল হয়।
এবার দর্জির পালা। তাকে ডিমটি ভেঙে সেলাই করতে দেয় হয় আর সে এটিকে সেলাই করে পরীক্ষায় উত্তীর্ণ হয়।এদিকে পাশের রাজ্যের রাজকন্যাকে রাক্ষসরা ধরে নিয়ে গেছে। রাজা ঘোষণা দিলেন, যে তার মেয়েকে আনতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে। তিন ভাই রাজকন্যাকে উদ্ধারের জন্য সমুদ্র পথে নৌকা নিয়ে যাত্রা শুরু করল।
প্রথমেই তীরন্দাজ সেখানে গিয়ে এলোপাতাড়ি তীর মারতে লাগল। যার ফলে রাক্ষসরা আহত হতে লাগল। চোর এই সুযোগে রাজকন্যাকে চুরি করে নিয়ে আনে। আসার পথে মাঝ দরিয়ায় নৌকায় ফাটল দেখা দেয়। দর্জি আপন দক্ষতায় তা ঠিক করে ফেলে। তিনজনই রাজাকে তার কন্যা ফিরিয়ে দেন।
এবার আপনারাই বলুন, কার সাথে রাজকন্যার বিয়ে হবে?