Skip to content

ভারতবর্ষে আলকজান্ডারের আক্রমণ : কারণ ও ফলাফল

    আলেকজান্ডারের আক্রমণ

     

    Alexander
    Alexander
    • ভারতবর্ষ প্রাচীনকাল থেকে অনেকবার বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর মধ্যভাগে ভারতবর্ষ পারস্য দ্বারা আক্রান্ত হয়। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে ভারত গ্রিক আক্রমণের শিকার হয়। ইউরোপীয়দের মধ্যে আলেকজান্ডারই সর্বপ্রথম ভারতে অভিযান পরিচালনা করে। 
      পারস্য সাম্রাজ্য
      পারস্য সাম্রাজ্য

      আলেকজান্ডারের জীবনী

    • ৩৫৬ খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের মেসিডোনিয়াতে তাঁর জন্ম। জগৎ বিখ্যাত দার্শনিক এরিস্টটল ছিলেন তাঁর শিক্ষক। অন্যান্য অভিজাত গ্রিক কিশোরের মতোই তিনি দর্শন, শরীরচর্চা, যুদ্ধবিদ্যা শিখেছিলেন। প্রায় তিন বছর সান্নিধ্যে থাকার পর ১৬ বছর বয়সে এরিস্টটলের কাছ থেকে তাঁর পাঠগ্রহণ সম্পূর্ণ হয়।
      গ্রিস নগররাষ্ট্র
      গ্রিস নগররাষ্ট্র

      সে সময় গ্রিস কোনো একক সাম্রাজ্যের অধীন ছিল না বরং বিভক্ত ছিল অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্রে। তখনকার পরাশক্তি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য স্পার্টানরা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে সম্মিলিতি বাহিনী গঠন করেছিল। আলেকজান্ডারের বাবা ফিলিপ ছিলেন সেই বাহিনীর সুপ্রিম কমান্ডার। পারস্য জয় করা ছিল ফিলিপের স্বপ্ন। কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ আততায়ীর হাতে নিহত হন। আলেকজান্ডারের বয়স তখন ২০ বছর। পিতার স্থলাভিষিক্ত হওয়ার সর্বোচ্চ চেষ্টা চালান আলেকজান্ডার।

      মেসিডোনিয়া সাম্রাজ্য
      মেসিডোনিয়া ও আলেকজান্ডারের সাম্রাজ্য

      ফিলিপের মৃত্যুর পর গ্রিসের নগররাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়ল। অনেকেই আলেকজান্ডারের নেতৃত্ব মেনে নিতে চাইল না। এজন্য আলেকজান্ডার যোগ্যতা প্রমাণের জন্য প্রথমে বলকান অঞ্চলে অভিযান পরিচালনা করেন। উদ্দেশ্য ছিল পারস্য প্রবেশের পথ নিরাপদ করা। এরপর তিনি এশিয়া মাইনরে (বর্তমান তুরস্ক) পারসিয়ানদের পরাজিত করেন। এরপর তিনি প্রায় বিনা বাধায় মিশর জয় করেন।
      এবার শুরু হয় পারস্যের বিরুদ্ধে তাঁর মূল অভিযান। বেশ কয়েকটি যুদ্ধের পর ৩৩১ খ্রিস্টপূর্বে গগোমেলার (Battle of Gaugamela/ Battle of Arbela) যুদ্ধে আলেকজান্ডার পারস্যের রাজা তৃতীয় দারিয়ুসকে
      পরাজিত করেন। দারিয়ুস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে গেলে তাঁর সেনাপতিরাই তাঁকে হত্যা করে।

      Battle of Gaugamela
      Battle of Gaugamela
    • ভারতবর্ষে আক্রমণের প্রেক্ষাপট : পারস্য একসময় গ্রিসে আক্রমণ করেছিল। এরই ধারাবাহিকতায় আলেকজান্ডার পারস্য আক্রমণের সিদ্ধান্ত নেয়। গ্রিক-পারস্য যুদ্ধের সময় কিছু ভারতীয় রাজা আলেকজান্ডারের বিরুদ্ধে সৈন্য দিয়ে পারস্য সম্রাটের সাহায্য করেছিল। যাদের মধ্যে অন্যতম ছিল রাজা পুরু। এসব রাজাদের শিক্ষাদান ও বিশ্বজয়ের উচ্চাশা থেকে ৩২৭ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করেন।
    অনুশীলন বাংলাদেশ বিষয়াবলি
    অনুশীলন বাংলাদেশ বিষয়াবলি
    • আলেকজান্ডারের আক্রমণের সময় ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে অনৈক্য লেগেছিল। ফলে খুব সহজেই রাজ্যগুলো আলেকজান্ডারের অধীনতা শিকার করে নেয়। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে রাজা পুরুর সাথে আলেকজান্ডারের ভয়াবহ যুদ্ধ হয় যা হিসাদপিসের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে পুরুর পরাজয় হলেও আলেকজান্ডার তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে পুরুকে রাজত্ব ফিরিয়ে দেন। এই যুদ্ধের পরেই ভারতবর্ষে আলেকজান্ডার আগ্রাসনের সমাপ্তি ঘটেআলেকজান্ডার বিজিত রাজ্যগুলোকে ৭টি ভাগে বিভক্ত করেন। এদের ৫টি ভারতে ও দুটি ছিল ভারতের বাইরে। ভারতবর্ষে সর্বমোট ১৯ মাস ছিলেন আলেকজান্ডার। ভারতবর্ষ থেকে ফেরার পথে ৩২৩ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার মারা যান।

    • আরও পড়ুন : মৌর্য বংশের ইতিহাস

    Leave a Reply

    You cannot copy content of this page