বাংলা ২য় পত্রের দিনলিপি লেখার সঠিক লেখার নিয়ম
-
দিনলিপি কী?
আভিধানিক অর্থে দিনলিপি মানে রোজনামচা বা নিজের দিনরাতের যাপন ও অনুভব লেখা। রোজনামচা বা ডাইরি লেখার অর্থ হলো, মানুষের জীবন এবং তার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটে, সে প্রতিদিন যা কিছু করে, যা কিছু শুনে, যা কিছু চিন্তা–ভাবনা করে সেগুলোর কিছু কিছু সেদিনের সন-তারিখ সহ খাতা বা ডায়েরির পাতায় লিখে রাখা।
-
বাংলা দিনলিপি লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে-
- ১. নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করতে হবে।
২. দিনলিপিতে সময় ও স্থানের উল্লেখ করতে হবে।
৩. দিনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিবরণ সংক্ষেপে লিখতে হবে।
৪. ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করতে হবে।
৫. ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণ থাকতে পারে।
৬. দিনলিপি কয়েকদিনের হতে পারে। এক্ষেত্রে তারিখ ও বার যেন সঠিক থাকে। জাহানার ইমামের লেখা একাত্তরের দিনগুলি দেখা যেতে পারে।
৭. বিশেষ দিনের জন্য দিনলিপি হতে পারে। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। এক্ষেত্রে তিনটি প্যারায় দিনলিপি লেখা ভালো। -
এসএসসি পরীক্ষার ফল নিয়ে একটি দিনলিপি
১১ মে ২০১৭, বুধবার
অতি প্রত্যুষে আমার ঘুম ভাঙল। বিছানা ছেড়ে বাইরে উঠোনে গেলাম। এখনাে দিনের আলাে ভালাে করে ফোটেনি। ঝিরঝিরে বাতাস বইছে। পাখির কলকাকলি শুনা যায়। আল্লাহকে স্মরণ করলাম। আজ আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। বুকটা দুরু দুরু করছে। বিশ্বাস আছে ভালাে ফল করব। কিন্তু মনে কোনাে শান্তি পাচ্ছি না। ভালাে ফলের কথা ভেবে খুশি হচ্ছি আবার কোনাে অঘটনের কথা ভেবে মনে মনে দুশ্চিন্তায় কুঁকড়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দিনের আলাে ছড়িয়ে পড়ল। মা-বাবা দুজনেই আমার খোঁজ নিলেন। বুঝতে পারলেন আমার মানসিক অবস্থা।
দশটার দিকে আমরা স্কুলে গেলাম। আমার সহপাঠীদের অনেকেই এসেছে। আমরা ফলাফল জানার জন্য অপেক্ষা করছি। সবার মনেই নানা রকম ভাবনার উদিত হচ্ছে। জানতে পারলাম সহকারী প্রধান শিক্ষক আমাদের স্কুলের রেজাল্ট শিট আনতে জিলা স্কুলে গেছেন। ইতােমধ্যে প্রায় বারােটা বেজে গেছে। কিছুক্ষণ পরেই স্কুলের গেট দিয়ে একটি সিএনজি অটোরিকশা ভেতরে প্রবেশ করল। সহকারী প্রধান শিক্ষক হাসিমুখে নেমে এলেন। আমাকে লক্ষ করে বললেন, পরিশ্রম কখনাে বৃথা যায় না। তােমরা সবাই ভালাে ফল করেছ। একটু অপেক্ষা কর, আমি আগে এটা হেডস্যারের কাছে দেই। তােমরা হেডস্যারের কাছ থেকে বিস্তারিত জানতে পারবে।
আমাদের যেন আর দেরি সইছে না। অবশ্য বেশি দেরি আর করতে হল না। হেডস্যার আমাদের নাম ধরে ডেকে ডেকে রেজাল্ট শােনালেন। আমরা মােট ৭৭ জন A+ পেয়েছি। অবশিষ্ট ২৪ জন A গ্রেডে পাশ করেছে। আমরা স্যারদের সালাম করলাম। মা-বাবাকে ফোন করে খবর জানালাম। বাড়ি ফিরে দেখলাম, আমাদের বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মা-বাবার খুশি তাদের প্রতি আমাকে আরও কৃতজ্ঞ করে তুলল। আমি শ্রদ্ধার সাথে তাদের পদধূলি গ্রহণ কররাম। দিনটির স্মৃতি আমার আজীবন স্মরণ থাকবে। -
কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।
কলেজের প্রথম দিন
১০ই জুলাই ২০২১, আজ আমার কলেজ জীবনের প্রথম দিন। সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠলাম। প্রয়ােজনীয় কাজ সেরে গােসল, খাওয়া-দাওয়া করে ১০টায় কলেজের ইউনিফর্মটি পরে নিলাম। হেঁটে হেঁটে কলেজ গেটে পৌছার পর কলেজ গেটের নিরাপত্তারক্ষীরা আমার পরিচয় জানতে চাইল। আমার কাছে আইডি কার্ড ছিল না। আমি ভর্তি রশিদ দেখালাম। তারা আমাকে গেটে প্রবেশ করতে দিল। সােজা পৌছে গেলাম ক্লাসে।
চারদিকে প্রায় সবাই অপরিচিত। আমার পাশের ছেলেকে জিজ্ঞেস করলাম তােমার নাম কী? সে বলল- ফারহান। সে আমার নাম জিজ্ঞেস করল। বললাম- ইমন। ফারহানকে আমার ভালাে লাগল। শিক্ষক আসার আগে আরও কয়েকজনের সাথে পরিচয় হল। ১২:০০টা বাজলে একজন শিক্ষক এলেন, নাম বললেন শহিদুল ইসলাম। তিনিই আমাদের বাংলা শিক্ষক। তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় সাবলীল ভঙ্গিমায় বক্তব্য দিলেন। তাঁর বাচনভঙ্গি, কণ্ঠস্বর, আন্তরিকতা আমাকে মুগ্ধ করল। এরপর আরও ২টি ক্লাস হলাে।
তারপর টিফিন পিরিয়ড এ সময় আমরা পুরাে কলেজ ঘুরে দেখলাম। ২টি খেলার মাঠ, ৭টি বৃহৎ ভবন, ২টি ক্যান্টিন, ১টি লাইব্রেরি, ১টি মিলনায়তন নিয়ে বিশাল ক্যাম্পাস। নাশতা করলাম, বন্ধুদের সাথে গল্প করলাম। টিফিনের পর আরও ৩টি ক্লাস হলাে ৪:৪৫ মিনিটে আমাদের ছুটি হলাে। আনন্দময় একটা দিন কাটিয়ে বাসায় এলাম । দিনটি স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে । -
বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি রচনা করো।
১লা বৈশাখ ১৪২৪, বৃহস্পতিবার, আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আজ বাঙালির প্রাণের উৎসব, বাঙালির অস্তিত্বের উৎসব। এ দিনটিকে আমি প্রতিবছর অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।
এবারের নববর্ষ ভালোভাবে পালনের উদ্দেশে পরিকল্পনা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল গতকাল। আজ সকালে অন্য দিনের তুলনায় কিছুটা আগে ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে এসে পহেলা বৈশাখের জন্য মামার কাছ থেকে উপহার পাওয়া পাঞ্জাবি-পাজামা পরে নিলাম। আমাদের কলেজ মাঠে নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আমি হেঁটে সেদিকে রওনা দিলাম। মাঝপথে আমার বন্ধু অনুরাগের বাসা। সেখানে পৌঁছে দেখি সেও নতুন পোশাক পরে বৈশাখি মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দুজনে মিলে মেলার দিকে হাঁটতে শুরু করলাম। মেলায় পৌঁছতে পৌঁছতে প্রায় ৯টা বেজে গেল। গিয়ে দেখি বন্ধুরা আগেই সেখানে উপস্থিত হয়েছে। তখন দুপুর ১২টা।
বন্ধুরা সবাই মিলে মেলার স্টলগুলো প্রদক্ষিণ করতে লাগলাম। অন্যান্য বছরের তুলনায় এবার মেলার স্টল সংখ্যা বেশি ছিল। বিভিন্ন ধরনের পিঠার স্টল, শিশুদের খেলনার স্টল, বিভিন্ন ধরনের মিষ্টির স্টল, পান্তা ইলিশের স্টল, ঠান্ডা পানীয় জলের স্টলসহ অনেক ধরনের স্টল বসেছিল। এসব স্টলে ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে গেল। বন্ধুরা সবাই মিলে পান্তা-ইলিশ খেলাম। মেলার এক প্রান্তে নাগরদোলা ও পুতুলনাচের আয়োজন করা হয়েছে এবং অন্য প্রান্তে কবিগানের আসর বসানো হয়েছে। বিকেলের পুরো সময়টা এসব আসরে আনন্দ করে কাটালাম। সন্ধ্যার কাছাকাছি সময়ে বন্ধুরা সবাই মিলে বাড়ির উদ্দেশে রওনা হলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, তখন রাত হয়ে গেছে। হাত-মুখ ধুয়ে রাতের খাবার খেলাম। তারপর পড়ার টেবিলে বসে এই লেখাটি লিখলাম। আমার জীবনে এমন আনন্দময় দিন যেন বারবার ফিরে আসে।
-
দিনলিপি সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন-উত্তর
প্রশ্নঃ দিনলিপি শব্দের অর্থ কি?
উত্তরঃ আভিধানিক অর্থে দিনলিপির অপর নাম হলো রোজনামচা বা নিজের দিনরাতের যাপন ও অনুভব লেখা। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কাগজে কলমে টুকে রাখার নামই হলো মুলত দিনলিপি, ইংরেজীতে যাকে বলে ডায়েরী।
প্রশ্নঃ দিনলিপি কয় পৃষ্ঠা লিখতে হয়?
উত্তরঃ দিনলিপি কত পেজ লিখতে হয় এটা মূলত আপনার ঘটনার উপর নির্ভর করবে। আপনি আপনার ঘটনা যত বিস্তর আকারে বর্ণনা করবেন তত বড় হবে। তাই নির্দিষ্ট কত পেজ লিখতে হয় এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে সর্বনিম্ন এক পৃষ্ঠা গুছিয়ে লেখাই উত্তম।
প্রশ্নঃ HSC এর জন্য বাংলা দিনলিপি লেখার নিয়ম কি?
উত্তরঃ HSC এর জন্য দিনলিপি লিখার আলাদা ভাবে কোনো নিয়ম নেই। উপরে যেভাবে দিনলিপি লিখার নমুনা দেওয়া হয়েছে এটাই মুলত সাধারণ ভাবে সকল দিনলিপি লিখার সঠিক নিয়ম। এই একই নিয়ম HSC এর জন্যেও প্রযোজ্য।
Pingback: প্রতিবেদন লেখার সহজ নিয়ম- HSC Report Writing- অনুশীলন
Thank’s for sharing it with us ☺
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
ধন্যবাদ 💖
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Thank’s for sharing it with us ☺It helped me for my exam ☺☺
ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ারের অনুরোধ রইল।
Its very helpful for my exam. Thank you very much.
ধন্যবাদ আপনাকে