Skip to content

অনুশীলনের কোর্সগুলোর বৈশিষ্ট্য

অনুশীলনের কোর্সগুলো গতানুগতিক শিক্ষামূলক কোর্স নয়। এই কোর্সগুলো যথেষ্ট পরিমাণে ব্যতিক্রম ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। 

আমরা কখনোই নিজেদের সেরা বলি না কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করি। অনুশীলন সর্বদা কোয়ালিটি এডুকেশনে বিশ্বাসী। জ্ঞানেন্বষণ হোক আপনার নিকট আনন্দময়। না বুঝে মুখস্থ করার থিওরি থেকে দূরে রাখার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি।

 

অনুশীলনের কোর্সগুলোর বৈশিষ্ট্য-

১। রুটিনমাফিক নিয়মিত ক্লাস নেওয়া। এতে শিক্ষার্থীরা খুব সহজেই পড়াগুলো রিভিশন দিতে পারে । 

২। ক্লাস-টপিক রুটিনের মাধ্যমে আগাম জানিয়ে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা পূর্ব থেকে প্রস্তুতি নিতে পারে এবং অধ্যায় সম্পর্কিত সমস্যাগুলো বের করে রাখে।

৩। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থিরভাবে কোর্স শেষ করানো হয় ।  অনুশীলনের শিক্ষকগণ কোয়ালিটি এডুকেশনে বিশ্বাসী। অনলাইনে ভালো সার্ভিস পেলে সেটা যেমন আমাদের জন্য গর্বের তেমনি খারাপ সার্ভিস পেলে সেটা আমাদের জন্য লজ্জার।

৪। ক্লাসগুলো ফেসবুক গ্রুপে লাইভ নেওয়া হয় বলে কোনো ক্লাস মিস হলে তার রেকর্ড দেখা যায়। একটা টপিক একবার দেখেই হয়তো আপনি সব নাও বুঝতে পারেন। কিন্তু তা একাধিকবার দেখলে আর কোনো সমস্যা থাকে না। এজন্য আমরা ক্লাসগুলো রেকর্ড রাখার ব্যবস্থা করেছি। প্রয়োজনে আপনারা অফলাইনে ভিডিও দেখার জন্য সেগুলা ডাউনলোড করে রাখতে পারেন কিন্তু কোনোভাবেই শেয়ার করা যাবে না।

৫।  রুটিন করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা না দিলে আপনারা নিজেদের যাচাই করতে পারবেন না। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো এক্সাম নেওয়া হয়।

৬। প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো পরীক্ষায় ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কের ব্যবস্থা আছে যাতে সেই সকল পরীক্ষার আগাম প্রস্তুতি নেওয়া যায়। অনুশীলনের কোর্সের অন্যতম সেরা ফিচার হচ্ছে এটি। 

৭। অনেকেই কেবল পরীক্ষা নেয় কিন্তু রেজাল্ট শিট দেয় না কিংবা জানায় না। অনুশীলন কেবল পরীক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং পরীক্ষার রেজাল্ট প্রদান করে থাকে । এতে আপনি পরীক্ষায় অন্তত নিজের কথা ভেবেও সুন্দরভাবে এক্সাম দিবেন আশা করা যায়। রেজাল্ট শিট দেখুন এখানে- 

৮। যে কোন ধরনের সমস্যার ক্ষেত্রে অতি দ্রুত সমাধান দেওয়ার সর্বাত্নক চেষ্টা করা হয় ফলে শিখতে আপনার কোন বাধা থাকবে না। কিন্তু যেহেতু আমরা মানুষ তাই সবসময় ইন্সট্যান্ট সুবিধাটা না পেলেও সবচেয়ে কম সময়ে আমরা আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের হটলাইন নম্বরে 01921122611 কল দিয়ে বা আমাদের মেইল কিংবা ওয়েবসাইট থেকেও যোগাযোগ করার সুবিধা আছে।

৯। শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসাইনমেন্ট প্রদান করা হয় এবং সেটি তার প্রতিটা ক্লাসের আগেই সাবমিট করতে হবে যাতে আপনার প্রগ্রেস আমরা মনিটর করতে পারি। তাছাড়া সেই অনুপাতে আপনাকে আপনার উন্নতির জন্যও আমরা পরামর্শ দিতে পারব। অ্যাসাইনমেন্টর একটি নমুনা দেখুন এখানে-  

১০। অমনোযোগী শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবককে সচেতন করা হয়ে থাকে যাতে তারা কোর্স এ সিরিয়াসনেস দেখায় এবং ঢিলেমি ভাব পরিহার করে। 

আরও জানুন : অনুশীলনের বই অর্ডার করার পদ্ধতি !!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page