Skip to content

সমার্থক শব্দ- Bangla Synonyms

    বাংলা সমার্থক শব্দ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

    • অসম : অসমান, ভিন্ন প্রকার, বিষম, অসমতল, উঁচু-নিচু, বন্ধুর।
      অশ্রু : চোখের জল, নেত্রবারি।
      অশ্ব : ঘোড়া, ঘোটক, তুরগ, তুরঙ্গ, বাজী, তুরঙ্গম, হ্রেষা, হয়, মরুদ্রথ, টাঙ্গম, বামী।
      অল্প : ঈষৎ, কম, একটু, সামান্য, তুচ্ছ, ক্ষুদ্র, কিঞ্চিত, অল্প।
      অবস্থা : দশা, রকম, প্রকার, গতিক, হাল, স্থিতি, অবস্থান।
      অবজ্ঞা : উপেক্ষা, অনাদর, অবহেলা, অপমান।
      অপচয় : অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস।
      অন্য : অপর, ভিন্ন, ব্যতীত।
      অন্তর : মধ্য, ফাঁক, ছিদ্র, ব্যবধান, তফাৎ, ভেদ, পার্থক্য, তারতম্য, মন, হৃদয়, অপর, ভিন্ন।
      অতি : অতিশয়, অতীব, অতিমাত্র, অধিক, একান্ত, অত্যন্ত, সাতিশয়।
      অগ্নি : আগুন, বহ্নি, শিখা, হুতাশন, সর্বভূক, বৈশ্বানর, কৃশানু, পাবক, অনল, দহন।
      অচল : অটল, স্থির, অব্যবহার্য, গতিহীন, স্থিতিশীল, নিথর, দুর্বল, অনড়।
      অপযশ : নিন্দা, অখ্যাতি, অপবাদ, বদনাম, কুকথা।
      অন্ধকার : তিমির, তমঃ, তমিস্রা, আঁধার, তমসাচ্ছন্ন, তমসা, শর্বর, ম্লান, তমানিশি।
      অকাল : অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা, কালবেলা, বার বেলা, অশুভ তিথি, কুক্ষণ, দুঃসময়।
      অক্লান্ত : ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অশ্রান্ত, অনলস, নিরলস, অক্লিষ্ট, পরিশ্রমী, উদ্যমী, অকাতর, অনবসন্ন, আলস্যবিমুখ।
      অক্ষম : ক্ষমতাহীন, দুর্বল, অদক্ষ, অশক্ত, হতবল, বলহীন, সামর্থ্যহীন, অকৃতি, অসমর্থ, ক্ষীণবল, অল্পবল, কমজোর।
      অঙ্গ : দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, কাঠামো, আকৃতি, দেহাংশ।
      অঙ্গীকার : প্রতিজ্ঞা, সংকল্প, পণ, শপথ, প্রতিশ্রুতি, কথাদান, জবান, বাগদান।
      অচেতন : অসাড়, নিশ্চেতন, চৈতন্যহীন, আচ্ছন্ন, আবিষ্ট, বিবশ, অবচেতন, বেহুঁশ।
      অজ্ঞ : মূর্খ, নিরক্ষর, নির্বোধ, অনভিজ্ঞ, মূঢ়, অপ্রাজ্ঞ, জ্ঞানশূন্য, বিদ্যাহীন।
      অতিথি : মেহমান, অভ্যাগত, গৃহাগত, নিমন্ত্রিত, কুটুম্ব, আগন্তুক।
      অতীত : গতদিন, তৎকাল, পুরাকাল, পুরা, পূর্ব, সেকাল, পূর্বকাল, পূর্বযুগ।
      অদ্ভুত : বিস্ময়কর, আশ্চর্যজনক, অভিনব, বিচিত্রকর, অপূর্ব, অলৌকিক, অভূতপূর্ব, অস্বাভাবিক, উদ্ভট, মজার, তাজ্জব।
      অনুজ্জ্বল : নিষ্প্রভ, অপ্রভ, ম্লান, মিটমিটে, মলিন।
      অনুসরণ : অনুসৃতি, অনুধাবন, অনুসার, অনুগমন, অনুবর্তন, পশ্চাদগমন, অনুক্রমণ, অনুবর্তিতা।
      অনেক : একাধিক, বহু, প্রচুর, অঢেল, বিপুল, বেশি, খুব, বহুত, বহুল, ভূরি, মেলা।
    • আধুনিক : সাম্প্রতিক, নব্য, বর্তমানকাল, হাল, ইদানীং।
      আদি : আদিতে, প্রথমে, আরম্ভে, অগ্রে, পূর্বে।
      আজ্ঞা : আদেশ, অনুজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, বিধান, নির্দেশ, নির্দেশনা, ফরমাশ।
      আকুল : ব্যাকুল, কাতর, ব্যগ্র, উৎসুক, কৌতূহল।
      আকাশ : অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম, শূন্য, দ্যুলোক, খলোক, অনন্ত, অভ্র, নীলিমা, নভস্তল, ছায়ালোক, আসমান।
      আকিঞ্চন : দৈন্য, দীনতা, আগ্রহ, চেষ্টা।
      আনন্দ : আহ্লাদ, পুলক, হর্ষ, সুখ, খুশি, উল্লাস, আমোদ, প্রীতি।
      আফসোস : দুঃখ, মনস্তাপ, পরিতাপ, খেদ, অনুশোচনা।
      আইন : বিধান, কানুন, বিহিত, বিধি অনুবিধি, উপবিধি, ধারা, বিল, নিয়ম।
      আকার : আকৃতি, চেহারা, ঢং, আদল, ধাঁচ, রূপ, অবয়ব, কাঠামো, গড়ন, গঠন, সৌষ্ঠব।
      আবেদন : নিবেদন, প্রার্থনা, অনুরোধ, আরজি, দরখাস্ত, যাচনা, মাগন, মাগা, চাওয়া।
      আমন্ত্রণ : আহ্বান, নিমন্ত্রণ, আবাহন, ডাক, সম্ভাষণ, অভ্যর্থনা, নেমন্তন্ন।
      আরম্ভ : সূচনা, শুরু, সূত্রপাত, প্রারম্ভ, অবতারণা, অনুবন্ধ, কথামুখ, ভূমিকা, প্রবর্তনা।
      আলো : আলোক, রশ্মি, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, বিভা, আভা, দ্যুতি, কিরণ, প্রভাকর, অংশু।
    • ইন্দ্র : দেবরাজ, আখমণ্ডল, পাক শাসন, বাসব, মখরা, প্রধান, শ্রেষ্ঠ, রাজা।
      ইলা : পৃথিবী, রানি, জল, বধূপত্নী, বরবধূ।
      ইতি : শেষ, অবসান, যবনিকা, সমাপ্তি, রফা, সমাপ্ত, উপসংহার।
      ইষ্ট : কল্যাণকর, অভিলাষিত, কাম্য, উপাস্য, কল্যাণ, যজ্ঞাদি।
      ইচ্ছা : অভিলাস, বাসনা, বাঞ্ছা, স্পৃহা, প্রবৃত্তি, সাধ, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, লালসা, খায়েশ, অভিরুচি।
    • ঈশ্বর : আল্লাহ, খোদা, এলাহী, সৃষ্টিকর্তা, স্রষ্টা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর, বিধি, আলমপনা, বিভূ, বিধাতা, ভগবান।
      ঈক্ষা : দৃষ্টি, দেখা, অবলোকন, করা, তাকানো, ইঙ্গিত।
    • উপস্থিত : আগত, বর্তমান, বিদ্যমান, হাজির, নিকটস্থ, সম্মুখবর্তী।
      উপযোগ : প্রয়োগ, ব্যবহার, ভোজন, ভোগ, উপযোগিতা, কার্যকারিতা, আনুকূল্য, সংগত।
      উপযুক্ত : যোগ্য, উপযোগী, অনুরূপ, সমকক্ষ, যথাযোগ্য, উচিত, সমর্থ।
      উপদ্রব : উৎপাত, অত্যাচার, দৌরাত্ম্য, বিপদ, অশুভ, ঘটনা, উৎপীড়িত, প্রাদুর্ভাব।
      উপকথা : উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা।
      উপকার : হিত সম্পাদন, আনুকূল্য, সাহায্য, অনুগ্রহ, হিত, কল্যাণ।
      উদ্দেশ্য : অভিপ্রায়, অভিসন্ধি, মতলব, কারণ, সন্ধান, ঠিকানা, অনুসন্ধান, খোঁজ-খবর, লক্ষ্য।
      উদগ্রীব : উৎকন্ঠা, ব্যগ্র, অতিশয়, আগ্রহান্বিত।
      উদর : পেট, জঠর, উদরপরতা, ঔদরিকতা।
      উত্তোলন : উঠানো, ঊর্ধ্বে বহন, উত্থাপন, উত্তোলিত।
      উত্তর : জবাব, প্রতিবাক্য, মীমাংসা, আপত্তি খণ্ডন, উদীচি।
      উৎকলিত : উৎকন্ঠা, তরঙ্গ, ফুলের কুঁড়ি।
      উৎকট : উগ্র, কঠোর, তীব্র, বিকট।
      উচ্ছলিত : উৎক্ষিপ্ত, উচ্ছসিত, স্ফীত।
      উগ্র : তীব্র, প্রখর, প্রচন্ড, নিষ্ঠুর, ক্রুদ্ধ।
      উত্তম : ভদ্র, অগ্রণী, বরেণ্য, প্রধান, উৎকৃষ্ট।
      উচ্ছাস : বিকাশ, স্ফুরণ, স্ফুর্তি, উল্লাস, স্ফীতি।
      উজ্জ্বল : উদ্ভাসিত, দীপ্তিমান, আলোকিত, শোভমান, প্রজ্বলিত।
      উঁচু : উচ্চ, উন্নত, তুঙ্গ, সুউচ্চ, অত্যুচ্চ, সমুন্নত, সমুচ্চ, অভ্রভেদী।
      উচ্ছেদ : উৎখাত, উৎপাটন, উচ্ছেদন, নির্মূল, উৎসাদন, সমুৎসাদন, সমুচ্ছেদ।
      উদাহরণ : দৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ।
      উন : ন্যূন, কম, হীন, দুর্বল।
      উর্মি : ঢেউ, তরঙ্গ, বীচি, হিল্লোল, কল্লোল, লহরী, চলোর্মি, তরঙ্গভঙ্গ, লহর।
      ঊষর : অনুর্বর, ক্ষার, নোনাযুক্ত, নোনতা মাটি।
    • ঋণ : কর্জ, দেনা, ধার।
      ঋজু : অবক্র, সোজা, অকপট, সরল, সহজ, সুসাধ্য।
      ঋষি : বেদমন্ত্র রচয়িতা, শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি, যোগী।
    • একতা : ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্ন।
      একান্ত : নিতান্ত, নির্জন, অত্যন্ত, ঐকান্তিক।
      ঐশ্বর্য : ধন সম্পত্তি, বিত্ত, বৈভব, প্রভুত্বশক্তি, সিদ্ধি, বিভূতি, মহিমা, বশিত্ব, ঈশিত্ব।
      ঐরাবত : হাতি, হস্তী, গজ, করী, মাতঙ্গ, বারণ, দ্বিপ, দ্বিরক।
      ঔদার্য : উদারতা, বদান্যতা, বিশালতা, আন্তরিকতা।
    • কিনারা : তীর, কূল, পার্শ্ব, প্রান্ত, পাড়, ব্যবস্থা, প্রতিকার।
      কঠিন : শক্ত, দৃঢ়, কঠোর, অতরল, দুরূহ, দুর্বোধ্য, নীরস, কাঠিন্য।
      কটাক্ষ : অপাঙ্গদৃষ্টি, বক্রদৃষ্টি, আড়চোখে চাওয়া।
      কথা : উক্তি, বচন, গল্প, উপাখ্যান, কথকতা, বিবরণ, বৃত্তান্ত, প্রসঙ্গ।
      কপোত : পারাবত, কবুতর, পায়রা।
      কলঙ্ক : দাগ, মালিন্য, ধাতুমল, মরিচা, দুর্নাম, অপবাদ, বদনাম, কেলেঙ্কারি, কলুষিত, অপবিত্র, পাপযুক্ত।
      কল্যাণ : মঙ্গল, শুভ, কুশল, সুখী, কল্যাণযুক্ত, শুভদ।
      কোকিল : বসন্তদূত, পরভৃত, পিক, কলকণ্ঠ, অন্যপুষ্ট, পরপুষ্ট, বসন্তী, কোয়েলিয়া, কুহুমন্দ্র।

      বাংলা ব্যাকরণ
      অনুশীলন বাংলা ব্যাকরণ

      কেশ : চিকুর, চুল, অলক, কবরী, কুন্তল।
      কপাল : অলীক, ভাল, ললাট, অদৃষ্ট, নিয়তি।
      কাক : বায়স, পরভৃৎ, কঙ্ক, বলিভূক।
      কাঁদা : কান্না, কাঁদন, রোদন, ক্রন্দন, কান্নাকাটি, অশ্রুমোচন, অশ্রুপাত।

    • খোলসা : মুক্ত, পরিষ্কৃত, স্পষ্ট, বিশদ, খোলা, উন্মুক্ত, শূন্য।
      খেয়াল : কল্পনা, স্বপ্ন, শখ, ইচ্ছা, হুঁশ, স্মরণ, জ্ঞান, অনুমান, প্রবৃত্তি, ঝোঁক।
      খাঁটি : বিশুদ্ধ, আসল, সারগর্ভ, অকৃত্রিম, ভেজালহীন।
      খারাপ : মন্দ, নষ্ট, দুষ্ট, নিকৃষ্ট, রুক্ষ, অশ্লীল, অভদ্র, বিকল, উগ্র, বদ।
      খ্যাতি : যশ, প্রসিদ্ধি, সুনাম, সুবাদ, সুযশ, নামডাক।
    • গর্জন : গম্ভীর, ধ্বনি, নাদ, উচ্চৈঃশব্দ, বিকট, জোরে ডাক।
      গৃহ : আবাস, নিকেতন, নিবাস, নিলয়, বাড়ি, আগার, সদন, ভবন, বাটী, ঘর, আলয়, ধাম।
      গতি : সঞ্চলন, সরণ, অস্থিতি, অস্থবিরতা, গমনশীলতা, যাত্রা।
      ঘন : গাঢ়, নিবিড়, অবিচ্ছিন্ন, ঠাসা, পুরো, মোটা, জমাট, ঘোর, গভীর।
      ঘাত : আঘাত, চোট, প্রহার, কোপ, হত্যা, ঘা, ক্ষত।
      ঘূর্ণন : আবর্তন, ঘোরা, প্রদক্ষিণ, তাওয়াফ করা।
      ঘৃণা : বিরাগ, ঘেন্না, অশ্রদ্ধা, অপমান, অবজ্ঞা, উপেক্ষিত।
    • চক্ষু : চোখ, অক্ষি, দৃক, নয়ন, নেত্র, লোচন, দৃষ্টি।
      চটা : ক্রুদ্ধ হওয়া, রাগ করা, ফাটা, চিড় খাওয়া, চাকলা ওঠা।
      চড় : চপেট, করতলাঘাত, চাপড়, থাপ্পড়, থাবরা মারা।
      চলন : গমন, চলা, আচরণ, রীতি, প্রচলন, রেওয়াজ।
      চারু : সুন্দর, সুদর্শন, মনোরম, ললিত, সুকুমার।
      চিত্র : ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা, বিচিত্র, চমৎকার, আশ্চর্য, দীপ্তি, শোভা, কান্তি
      চিন্তন : চিন্তাকরণ, মনন, মনের চালনা, ভাবা, অনুধাবন, স্মরণ, ধ্যান।
      চিহ্ন : রেখা, দাগ, ছাপ, নিদর্শন, অভিজ্ঞান, সংকেত, ইশারা।
      চূড়া : পর্বত শিখর, শীর্ষ, মুকুট, ঝুঁটি, টিকি, শ্রেষ্ঠ, ভূষণ।
      চাঁদ : চন্দ্র, সোম, শশধর, শশী, ইন্দু, বিধু, শীতাংশু, হিমাংশু, নিশাকর, নিশানাথ, কলাভৃৎ, সুধাকর, মৃগাঙ্ক, রজনীকান্ত।
      ছল : ছলনা, প্রতারণা, উপলক্ষ, ব্যপদেশ, স্তুতির ছলে নিন্দা, চাতুরি, ন্যাকামি।
      ছার : তুচ্ছ, ক্ষুদ্র, কিঞ্চিত, অল্প, নগণ্য, অধম, মন্দ, পোড়া।
    • জল : অপ, অম্বু, উদক, নীর, বারি, সলিল, পানি, সরোবর, বারুণ, প্রাণদ, অম্ভ।
      জোর : শক্তি, উচ্চতা, তীব্রতা, বল প্রয়োগ, জবরদস্তি, জিগির।
      জ্ঞান : বোধ, বুদ্ধি, শক্তি, সংজ্ঞা, চেতনা, ধারণা, শিক্ষা, বিদ্যাবত্তা।
      ঝংকার : বীণা, শব্দ, অনুরণন, গুঞ্জন, তর্জন, গর্জন।
      ঝঞ্ঝাট : হাঙ্গামা, ল্যাঠা, বিপত্তি, ফ্যাসাদ, অশান্তি, বাধা।
      ঝোঁক : টান, পক্ষপাত, আগ্রহ, শখ, অভিভাব।
      ঝগড়া : বিবাদ, তর্ক, কলহ, কাইজ্জা, বচসা, কোন্দল, কচালটান : আকর্ষণ, মমতা, আসক্তি, ঝোঁক।
      ঠাহর : নিরীক্ষা, মনোযোগ, দৃষ্টি, উপলব্ধি, নজর।
      ঠোঁট : ওষ্ঠ, অধর, চঞ্চু।
      ডগা : শীর্ষ, অগ্রভাগ, আগা, সম্মুখভাগ।
      ডাক : বুলি, শব্দ, ধ্বনি, বচন, চিৎকার, সম্বোধন, আহ্বান।
      ঢাকনা : আবরণ, আচ্ছাদন, আবৃত করা।
      তর্ক : বাদানুবাদ, বিতর্ক, যুক্তি, বিচার, হেতু, অনুমান।
      তুল্য : তুলাদণ্ড, দাঁড়িপাল্লা, শতপল, ওজন, তুলনা।
      দগ্ধ : পোড়া, উত্তপ্ত, সন্তপ্ত, তাপিত।
      দপ্তর : কাচারি, অফিস, দপ্তরখানা, কর্মস্থল।
      দরদ : ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ, সমবেদনা।
      দর্প : দম্ভ, গর্ব, ঈর্ষা, দাম্ভিক।

      অনুশীলন বাংলা ব্যাকরণ

      দীপক : দীপ্তিকর, প্রকাশক, উদ্দীপক, উত্তেজক, প্রদীপ।
      দুষ্ট : দোষযুক্ত, দূষিত, অসৎ, মন্দ, অশুভ, অশান্ত, দুরন্ত।
      দৃঢ় : শক্ত, কঠিন, মজবুত, আঁট, প্রস্তর, বন্ধন, মুষ্টি, অবিচলিত, অটল।
      দুঃখ : কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, যাতনা, ব্যথা, বেদনা, মনোভাব, মর্মব্যথা।
      ধরণী : পৃথিবী, ধরিত্রী, বসুধা, ধরা, নশ্বর, ধরণীশ্বর, উর্বী, পৃথ্বী, বসুন্ধরা, অখিল, ভূবন, মর্ত্যলোক, জাহান, জগৎ।
      ধবল : শ্বেত, সাদা, শুভ্র, সিত
      ধর্ম : সৎকর্ম, সদাচার, পুণ্যকর্ম, কর্তব্য, হিতকর।
      ধ্বংস : নাশ, উচ্ছেদ, বধ, বিনাশ, সংহার, প্রলয়।

      নদী : তটিনী, তরঙ্গিণী, প্রবাহিনী, শৈবালিনী, সরিৎ, স্রোতস্বতী, গিরি নিঃস্রাব, সরিৎ, গাঙ, পয়স্বিনী, সমুদ্রকান্তা, বহা।
      নিত্য : সতত, সর্বদা, প্রত্যহ, প্রাত্যহিক, নিয়মিত, চিরস্থায়ী, অনন্ত, চির, নিত্যকর্ম।

      নারী : মহিলা, ললনা, মেয়ে, স্ত্রীলোক, রমণী, মানবী, বণিতা, কান্তা
      পক্ষি : পাখি, খগ, খেচর, বিহগ, বিহঙ্গ, শকুন্ত, বিহঙ্গম, চিড়িয়া, গরুড়।
      পত্তন : নগর, পট্টন, নির্মাণ, প্রতিষ্ঠা, আরম্ভ, স্থাপন, সন্নিবেশ।
      পত্নী : জায়া, ভার্যা, সহধর্মিণী, জীবনসঙ্গী, স্ত্রী, কলত্র, দার, পত্ন, বনিতা, অঙ্গনা, অর্ধাঙ্গিনী, বধূ, সহধর্মিণী।
      পদ্ম : জলজপুষ্প, অরবিন্দ, সরোজ, উৎপল, কমল, কুবলয়, কোকনদ, তামরস, নলিন, পঙ্কজ, রাজীব, শতদল।
      পল্লব : পত্র, পাতা, নবপত্র, কিশলয়।
      পামর : নরাধম, মূর্খ, নিরক্ষর, নীচ, হীন।
      পাথর : অশ্ম, শিলা, পাষাণ, প্রস্তর, মণি, রত্ন।
      পর্বত : পাহাড়, গিরি, ভূধর, অদ্রি, মহীধর, নগ, অচল, শৈল।
      পণ্ডিত : সুধী, বুধ, বিদ্বান, বিজ্ঞ, বিচক্ষণ, মনীষী।
      পুত্র : নন্দন, আত্মজ, তনয়, সুত, ছেলে।
      ফাঁকি : অযত্ন, অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ধোকা।
      বন : অটবী, অরণ্য, কানন, গহন, জঙ্গল, বিপিন, কান্তার, কুঞ্জ, বনানী।
      বল : শক্তি, জোর, ক্ষমতা, সামর্থ্য, সৈন্য।
      বায়ু : অনিল, পবন, বাত, বাতাস, মরুৎ, সমীর, সমীরণ, হাওয়া।
      বিলাস : সুখভোগ, বাবুগিরি, শৌখিনতা, লীলা, কেলি, বিহার, প্রমোদ।
      বিদ্যুৎ : তড়িৎ, বিজুলী, বিজলী, চপলা, সৌদামিনী, শম্পা, দামিনী, চঞ্চলা, ক্ষণপ্রভা, অনুপ্রভা।
      বৃক্ষ : গাছ, তরু, বিটপি, উদ্ভিদ, শাখী, মহীরুহ, দ্রুম, শিখরী, পাদপ, পল্লবী।
      ভ্রমর : অলি, মধুকর, মধুপ, মধুরত, পতঙ্গ, ভোমরা, ভৃঙ্গ, মধুব্রত, শিলীমুখ, মধুলেহ।
      মুক্ত : খোলা, অবারিত, দ্বার, আকাশ, খালাস, অবরুদ্ধ, স্বাধীন।
      মেঘ : জলধর, ঘন, জলদ, নীরদ, বারিদ, অভ্র, জীমূত।
      মাতা : মা, জননী, প্রসূতি, গর্ভধারিনী, আম্মা।
      যুদ্ধ : আহব, বিগ্রহ, রণ, লড়াই, সংগ্রাম, সমর, দ্বন্দ্ব।
      রক্ত : শোণিত, রুধি, রাঙা, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত, আবীর
      রাত : নিশা, বিভাবরী, যামিনী, রজনী, শর্বরী, নিশি, ক্ষণদা, রাত্রি।

    • রাজা : নরপতি, মহীপাল, নৃপতি, নরেশ, ভূপতি, প্রজাপাল, শাসক, নৃপ।
      শিখর : পর্বত, শৃঙ্গ, চূড়া, শীর্ষ, অগ্র।
      শত্রু : অরি, বৈরী, অরাতি, রিপু, প্রতিপক্ষ।
      সঞ্চারণ : সংক্রমণ, গতি, ব্যাপ্তি, আবির্ভাব, বিস্তার, আধান, স্থাপন, চালন, উত্তেজন, সঞ্চারিত।
      স্বামী : কান্ত, নাথ, পতি, প্রভু, মালিক, মনিব।
      সোনা : সুবর্ণ, স্বর্ণ, কাঞ্চন, কনক, হেম, হিরণ্য।
      সিংহ : পশুরাজ, মৃগেন্দ্র, হরি, কেশরী, বনরাজ, পশুপতি।
      সূর্য : আদিত্য, দিননাথ, তপন, দিনেশ, প্রভাকর, দিবাকর, অর্ক, অংশুমালী, অরুণ, ভাস্বর, ভানু, মার্তণ্ড, পুষা, বিবস্বান, সবিতা, মিহির, রবি, মিত্র, হরিদশ, দিনেশ, ময়ূখমালী।
      সাগর : পারাবার, বারিধি, সমুদ্র, সিন্ধু, রত্নাকর, জলেশ্বর, নীলাম্বু, পাথার, পয়োধি, অম্বুধি, অর্ণব, জলধি, জলনিধি, জলধর, উদধি, বারীশ, দরিয়া, অর্ণব, পারাবার, পাথার।
      সাপ : নাগ, বিষধর, ভুজঙ্গ, সর্প, অহি, আশীবিষ, হরি, বায়ুভুক, পন্নগ, উরগ, ভুজগ, ভুজঙ্গম, কাকোদর।

     

    Leave a Reply

    You cannot copy content of this page