বাক্যের অপপ্রয়োগ
জটিল ও কঠিন বাক্যগুলোর শুদ্ধরূপ এখানে তুলে ধরা হয়েছে। বাক্যগুলোর ভুল খুবই প্রচলিত। সব ধরনের পরীক্ষায় বাক্য শুদ্ধীকরণ থেকে প্রশ্ন আসে।
অশুদ্ধ বাক্য | শুদ্ধ বাক্য |
---|---|
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি | আমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি/ প্রত্যক্ষ করেছি |
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন | তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন |
শুধুমাত্র তুমি গেলেই হবে | শুধু/ কেবল তুমি গেলেই হবে |
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে | বৃক্ষটি সমূলে/ মূলসহ উৎপাটিত হয়েছে |
সকল ছাত্রগণ উপস্থিত ছিল | সকল ছাত্র/ ছাত্ররা উপস্থিত ছিল |
তার চোখে দৃষ্টিশক্তি কম | তার দৃষ্টিশক্তি কম |
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার | তার বৈমাত্রেয়/ সহোদর ডাক্তার |
তা প্রমাণ হয়েছে | তা প্রমাণিত হয়েছে |
সে অপমান হয়েছে | সে অপমানিত হয়েছে |
সূর্য উদয় হয়েছে | সূর্য উদিত হয়েছে |
আমি সন্তোষ হলাম | আমি সন্তুষ্ট হলাম |
একের লাঠি দশের বোঝা | দশের লাঠি একের বোঝা |
তিনি আরোগ্য হয়েছেন | তিনি আরোগ্য লাভ করেছেন |
কেউ মরে বিল সেঁচে, কেউ খায় শিং | কেউ মরে বিল সেঁচে, কেউ খায় কৈ |
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা | অধ্যয়নই ছাত্রদের তপস্যা |
আমার আর বাঁচিবার স্বাদ নেই | আমার আর বাঁচিবার সাধ নেই |
তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয় | তোমার তথ্য গ্রহণযোগ্য নয় |
দৈন্যতা প্রশংসনীয় নয় | দৈন্য/ দীনতা প্রশংসনীয় নয় |
একটি গোপন কথা বলি | একটি গোপনীয় কথা বলি |
তাহার সৌজন্যতাবোধ আমাকে অভিভূত করেছে | তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে |
আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকর | আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর |
মনরঞ্জন মনমোহনের বড় ভাই | মনোরঞ্জন মনোমোহনের বড় ভাই |
সার্কভুক্ত অন্যান্য দেশগুলো আসে নি | সার্কভুক্ত অন্যান্য দেশ আসেনি |
আমি, তুমি ও তিনি বাগানে যাব | সে, তুমি ও আমি বাগানে যাব |
মহারাজা সভায় প্রবেশ করলেন | মহারাজ সভায় প্রবেশ করলেন |
আপনাকে সুস্বাগতম | আপনাকে স্বাগত |
সবাই মা-বাবার সুস্বাস্থ্য কামনা করে | সবাই মা-বাবার সুস্থতা কামনা করে |
সৎ চরিত্রবান লোক পাওয়া মুশকিল | চরিত্রবান লোক পাওয়া মুশকিল |
আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করি না | আমি অর্থাৎ ফাহিম ভুল করে না |
তার কথায় মাধুর্যতা নেই | তার কথায় মধুরতা/ মাধুর্য নেই |
সব পাখিরা নীড় বাঁধে না | সব পাখি নীড় বাঁধে না |
আমি এ মামলায় সাক্ষী দেব না | আমি এ মামলায় সাক্ষ্য দিব না |
এখানে প্রবেশ নিষেধ | এখানে প্রবেশ নিষিদ্ধ |
কথাটি সঠিক নয় | কথাটি ঠিক নয় |
কালীদাস বিখ্যাত কবি | কালিদাস বিখ্যাত কবি |
অতিশয় দুঃখিত হলাম | অত্যন্ত দুঃখ পেলাম |
অভাগা মেয়েটিকে নিয়ে বিপদে পড়েছি | অভাগী মেয়েটিকে নিয়ে বিপদে পড়েছি |
অত্র মিলনায়তনে সবাই উপস্থিত | এই মিলনায়তনে সবাই উপস্থিত |
আমি অহর্নিশি সেই কথাই ভাবি | আমি অহর্নিশ সেই কথাই ভাবি |
আমার সন্তান যেন থাকে দুধভাতে | আমার সন্তান যেন থাকে দুধেভাতে |
আমার টাকার আবশ্যক নেই | আমার টাকার আবশ্যকতা নেই |
এলে তুমি পরে এতদিন | এতদিন পর তুমি এলে |
কথাটি শুনে আমি আশ্চর্য হলাম | কথাটি শুনে আমি আশ্চর্যান্বিত হলাম |
আসছে আগামীকাল কলেজ বন্ধ | আগামীকাল কলেজ বন্ধ |
অশ্রুজলে বুক ভেসে গেল | অশ্রুতে/ চোখের জলে বুক ভেসে গেল |
তাকে এখান থেকে যাইতে হইবে | তাকে এখান থেকে যেতে হবে |
ইহা একটি কিম্বদন্তী | ইহা একটি কিংবদন্তি |
বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল তা নয় | বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয় |
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার | প্রতি ঘরে/ ঘরে ঘরে হাহাকার |
আপনি স্বপরিবারে আমন্ত্রিত | আপনি সপরিবার নিমন্ত্রিত |
দশচক্রে ঈশ্বর ভূত | দশচক্রে ভগবান ভূত |
রবীন্দ্রনাথ ভয়ংকর কবি ছিলেন | রবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন |
গাছে কাঁঠাল মাথায় তেল | গাছে কাঁঠাল গোঁফে তেল |
মহারাজা প্রবেশ করিলেন | মহারাজ প্রবেশ করলেন |
উৎপন্ন বৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে | উৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে |
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ |
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ | বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ |
মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে | মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে |
এক অগ্রহায়ণে শীত যায় না | এক মাঘে শীত যায় না |
সে সংকট অবস্থায় পড়েছে | সে সংকটাপন্ন অবস্থায় পড়েছে |
এটা লজ্জাস্কর ব্যাপার | এটা লজ্জাজনক ব্যাপার |
রবীন্দ্রনাথ গীতাঞ্জলী লিখেছেন | রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন |
কন্যার বাপ সবুর করতে পারতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না | কন্যার বাপ সবুর করতে পারতেন কিন্তু বরের বাপ সবুর করতে চাইলেন না |
বমালশুদ্ধ চোর ধরা পড়েছে | বমাল/ মালশুদ্ধ চোর ধরা পড়েছে |
বুনো কচু, বাঘা তেঁতুল | বুনো ওল,বাঘা তেঁতুল |
পরপকার মনুষ্যত্বের পরিচায়ক | পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক |
খাঁটি গরুর খাঁটি দুধ | গরুর খাঁটি দুধ |
অতি লোভে তাঁতী নষ্ট | অতি লোভে তাঁতি নষ্ট |
লাল বাতি জ্বলাকালীন সময় নামায পড়বেন না | লাল বাতি জ্বলার সময়/ জ্বলাকালীন নামায পড়বেন না |
ঘামজলে শার্ট ভিজে গেছে | ঘামে শার্ট ভিজে গেছে |
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ | এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ |
এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা | এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা |
স্বজনরা মরাদাহ করতে শ্মশানে গেছে | স্বজনরা শবদাহ করতে শ্মশানে গেছে |
যারে দেখতে নারী তার হাঁটা বাঁকা | যারে দেখতে নারি তার চলন বাঁকা |
কুপুরুষের মতো কথা বলছ কেন? | কাপুরুষের মতো কথা বলছ কেন? |
কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন | কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন |
তারা একত্রে গমন করল | তারা একত্র গমন করল |
শকুনের দোয়ায় হাতি মরে না | শকুনের দোয়ায় গরু মরে না |
চোখে হলুদ ফুল দেখছি | চোখে সরষে ফুল দেখছি |
অন্যায়ের ফল আবশ্যক | অন্যায়ের ফল অনিবার্য |
সাবধানপূর্বক চলবে | সাবধানে চলবে |
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় | কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয় |
অপরাহ্ন লিখতে অনেকে ভূল করে | অপরাহ্ণ লিখতে অনেক ভুল করে |
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত | আবশ্যিক ব্যয়ে কৃপণতা অনুচিত |
এই নিশীথ রাতে কোথায় যাবে | এই নিশীথে কোথায় যাবে |
তিনি শিরোপীড়ায় ভুগছেন | তিনি শিরঃপীড়ায় ভুগছেন |
বিধি লঙ্ঘন হয়েছে | বিধি লঙ্ঘিত হয়েছে |
সারাজীবন ভুতের মজুরি খেটে মরলাম | সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম |
সে সভায় উপস্থিত ছিলেন | তিনি সভায় উপস্থিত ছিলেন |
মাতাহীন শিশুর কী দুঃখ | মাতৃহীন শিশুর কী দুঃখ! |
- আরও পড়ুন : বাংলা শব্দ শুদ্ধীকরণ
thank you sir, onk upokar holo,samne test porikkha in sha allah aiber banglay onk vlo number tulte parbo.
ইনশাল্লাহ। ভালো করে এক্সাম দিবেন।
Vaiya aitar Kono cls lagbena????
অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে
Aitukui porle cholbe sir
জি। তবে বুঝে বুঝে পড়তে হবে।
kal College ey test exam.aj porchi.khub upokar hocche.sob kisu onek sajano.apnar class korar por porchi(acs frb).tai bujhte kono problem hocche na.Science er subject gulor jonno Bangla temon poray hoy na.Thanks sir.
খুব ভালো করে এক্সাম দিবেন। বাংলা নিয়ে ভয়ের কিছু নেই।