Skip to content

বাক্যের অপপ্রয়োগ- বাক্য শুদ্ধীকরণ

বাক্যের অপপ্রয়োগ

জটিল ও কঠিন বাক্যগুলোর শুদ্ধরূপ এখানে তুলে ধরা হয়েছে। বাক্যগুলোর ভুল খুবই প্রচলিত। সব ধরনের পরীক্ষায় বাক্য শুদ্ধীকরণ থেকে প্রশ্ন আসে।

অশুদ্ধ বাক্যশুদ্ধ বাক্য
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছিআমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি/ প্রত্যক্ষ করেছি
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেনতিনি সস্ত্রীক ঢাকায় থাকেন
শুধুমাত্র তুমি গেলেই হবেশুধু/ কেবল তুমি গেলেই হবে
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছেবৃক্ষটি সমূলে/ মূলসহ উৎপাটিত হয়েছে
সকল ছাত্রগণ উপস্থিত ছিলসকল ছাত্র/ ছাত্ররা উপস্থিত ছিল
তার চোখে দৃষ্টিশক্তি কমতার দৃষ্টিশক্তি কম
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তারতার বৈমাত্রেয়/ সহোদর ডাক্তার
তা প্রমাণ হয়েছেতা প্রমাণিত হয়েছে
সে অপমান হয়েছেসে অপমানিত হয়েছে
সূর্য উদয় হয়েছেসূর্য উদিত হয়েছে
আমি সন্তোষ হলামআমি সন্তুষ্ট হলাম
একের লাঠি দশের বোঝাদশের লাঠি একের বোঝা
তিনি আরোগ্য হয়েছেনতিনি আরোগ্য লাভ করেছেন
কেউ মরে বিল সেঁচে, কেউ খায় শিংকেউ মরে বিল সেঁচে, কেউ খায় কৈ
অধ্যাপনাই ছাত্রদের তপস্যাঅধ্যয়নই ছাত্রদের তপস্যা
আমার আর বাঁচিবার স্বাদ নেইআমার আর বাঁচিবার সাধ নেই
তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়তোমার তথ্য গ্রহণযোগ্য নয়
দৈন্যতা প্রশংসনীয় নয়দৈন্য/ দীনতা প্রশংসনীয় নয়
একটি গোপন কথা বলিএকটি গোপনীয় কথা বলি
তাহার সৌজন্যতাবোধ আমাকে অভিভূত করেছেতার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে
আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকরআজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর
মনরঞ্জন মনমোহনের বড় ভাইমনোরঞ্জন মনোমোহনের বড় ভাই
সার্কভুক্ত অন্যান্য দেশগুলো আসে নিসার্কভুক্ত অন্যান্য দেশ আসেনি
আমি, তুমি ও তিনি বাগানে যাবসে, তুমি ও আমি বাগানে যাব
মহারাজা সভায় প্রবেশ করলেনমহারাজ সভায় প্রবেশ করলেন
আপনাকে সুস্বাগতমআপনাকে স্বাগত
সবাই মা-বাবার সুস্বাস্থ্য কামনা করেসবাই মা-বাবার সুস্থতা কামনা করে
সৎ চরিত্রবান লোক পাওয়া মুশকিলচরিত্রবান লোক পাওয়া মুশকিল
আমি অর্থাৎ ফাহিম জেনে ভুল করি নাআমি অর্থাৎ ফাহিম ভুল করে না
তার কথায় মাধুর্যতা নেইতার কথায় মধুরতা/ মাধুর্য নেই
সব পাখিরা নীড় বাঁধে নাসব পাখি নীড় বাঁধে না
আমি এ মামলায় সাক্ষী দেব নাআমি এ মামলায় সাক্ষ্য দিব না
এখানে প্রবেশ নিষেধএখানে প্রবেশ নিষিদ্ধ
কথাটি সঠিক নয়কথাটি ঠিক নয়
কালীদাস বিখ্যাত কবিকালিদাস বিখ্যাত কবি
অতিশয় দুঃখিত হলামঅত্যন্ত দুঃখ পেলাম
অভাগা মেয়েটিকে নিয়ে বিপদে পড়েছিঅভাগী মেয়েটিকে নিয়ে বিপদে পড়েছি
অত্র মিলনায়তনে সবাই উপস্থিতএই মিলনায়তনে সবাই উপস্থিত
আমি অহর্নিশি সেই কথাই ভাবিআমি অহর্নিশ সেই কথাই ভাবি
আমার সন্তান যেন থাকে দুধভাতেআমার সন্তান যেন থাকে দুধেভাতে
আমার টাকার আবশ্যক নেইআমার টাকার আবশ্যকতা নেই
এলে তুমি পরে এতদিনএতদিন পর তুমি এলে
কথাটি শুনে আমি আশ্চর্য হলামকথাটি শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
আসছে আগামীকাল কলেজ বন্ধআগামীকাল কলেজ বন্ধ
অশ্রুজলে বুক ভেসে গেলঅশ্রুতে/ চোখের জলে বুক ভেসে গেল
তাকে এখান থেকে যাইতে হইবেতাকে এখান থেকে যেতে হবে
ইহা একটি কিম্বদন্তীইহা একটি কিংবদন্তি
বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল তা নয়বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয়
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকারপ্রতি ঘরে/ ঘরে ঘরে হাহাকার
আপনি স্বপরিবারে আমন্ত্রিতআপনি সপরিবার নিমন্ত্রিত
দশচক্রে ঈশ্বর ভূতদশচক্রে ভগবান ভূত
রবীন্দ্রনাথ ভয়ংকর কবি ছিলেনরবীন্দ্রনাথ বিখ্যাত কবি ছিলেন
গাছে কাঁঠাল মাথায় তেলগাছে কাঁঠাল গোঁফে তেল
মহারাজা প্রবেশ করিলেনমহারাজ প্রবেশ করলেন
উৎপন্ন বৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করতে হবেউৎপাদন বৃদ্ধির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতরবিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বাংলাদেশ একটি উন্নতশীল দেশবাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ
মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটেমেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে
এক অগ্রহায়ণে শীত যায় নাএক মাঘে শীত যায় না
সে সংকট অবস্থায় পড়েছেসে সংকটাপন্ন অবস্থায় পড়েছে
এটা লজ্জাস্কর ব্যাপারএটা লজ্জাজনক ব্যাপার
রবীন্দ্রনাথ গীতাঞ্জলী লিখেছেনরবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন
কন্যার বাপ সবুর করতে পারতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন নাকন্যার বাপ সবুর করতে পারতেন কিন্তু বরের বাপ সবুর করতে চাইলেন না
বমালশুদ্ধ চোর ধরা পড়েছেবমাল/ মালশুদ্ধ চোর ধরা পড়েছে
বুনো কচু, বাঘা তেঁতুলবুনো ওল,বাঘা তেঁতুল
পরপকার মনুষ্যত্বের পরিচায়কপরোপকার মনুষ্যত্বের পরিচায়ক
খাঁটি গরুর খাঁটি দুধগরুর খাঁটি দুধ
অতি লোভে তাঁতী নষ্টঅতি লোভে তাঁতি নষ্ট
লাল বাতি জ্বলাকালীন সময় নামায পড়বেন নালাল বাতি জ্বলার সময়/ জ্বলাকালীন নামায পড়বেন না
ঘামজলে শার্ট ভিজে গেছেঘামে শার্ট ভিজে গেছে
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণএ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ
এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভাএটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা
স্বজনরা মরাদাহ করতে শ্মশানে গেছেস্বজনরা শবদাহ করতে শ্মশানে গেছে
যারে দেখতে নারী তার হাঁটা বাঁকাযারে দেখতে নারি তার চলন বাঁকা
কুপুরুষের মতো কথা বলছ কেন?কাপুরুষের মতো কথা বলছ কেন?
কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেনকৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
তারা একত্রে গমন করলতারা একত্র গমন করল
শকুনের দোয়ায় হাতি মরে নাশকুনের দোয়ায় গরু মরে না
চোখে হলুদ ফুল দেখছিচোখে সরষে ফুল দেখছি
অন্যায়ের ফল আবশ্যকঅন্যায়ের ফল অনিবার্য
সাবধানপূর্বক চলবেসাবধানে চলবে
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়
অপরাহ্ন লিখতে অনেকে ভূল করেঅপরাহ্ণ লিখতে অনেক ভুল করে
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিতআবশ্যিক ব্যয়ে কৃপণতা অনুচিত
এই নিশীথ রাতে কোথায় যাবেএই নিশীথে কোথায় যাবে
তিনি শিরোপীড়ায় ভুগছেনতিনি শিরঃপীড়ায় ভুগছেন
বিধি লঙ্ঘন হয়েছেবিধি লঙ্ঘিত হয়েছে
সারাজীবন ভুতের মজুরি খেটে মরলামসারা জীবন ভূতের বেগার খেটে মরলাম
সে সভায় উপস্থিত ছিলেনতিনি সভায় উপস্থিত ছিলেন
মাতাহীন শিশুর কী দুঃখমাতৃহীন শিশুর কী দুঃখ!

 

8 thoughts on “বাক্যের অপপ্রয়োগ- বাক্য শুদ্ধীকরণ”

  1. kal College ey test exam.aj porchi.khub upokar hocche.sob kisu onek sajano.apnar class korar por porchi(acs frb).tai bujhte kono problem hocche na.Science er subject gulor jonno Bangla temon poray hoy na.Thanks sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page