Skip to content

Recent General Knowledge-2023/ সাম্প্রতিক সাধারণ জ্ঞান- ২০২৩

সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৩

  • খেলাধুলা ও বিশ্ব-
    **২২তম বিশ্বকাপ ফুটবল-২০২২ (কাতার) : এশিয়া মহাদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
    কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল রিহালা। সেমিফাইনালের বল আল-হিলম (স্বপ্ন)। অফসাইডের জটিলতা কাটাতে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’ ব্যবহৃত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো (জার্মানি-কোস্টারিকা ম্যচ) নারীরা রেফারির দায়িত্ব পালন করেন।

    সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২০১৭ সালে পদ্মা নদীর তীরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়। এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। এর ৯০% অর্থায়ন করছে রাশিয়া। বাংলাদেশ পরমাণু ক্লাবের ৩২তম সদস্য। নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটম (রাশিয়া)। বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC).
  • পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প : দেশের বৃহত্তম আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ প্রকল্প। এটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা নদীর তীরে অবস্থিত। এটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এটি নির্মিত হচ্ছে।
  • রামপাল বিদ্যুৎকেন্দ্র : বাগেরহাটের রামপাল উপজেলায় পশুর নদীর তীরে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র অবস্থিত’। এর অফিসিয়াল নাম ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’। প্রকল্পটিতে বাংলাদেশ ও ভারতের সমান মালিকানা আছে।
    প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (NTPC) এর মিলিত কোম্পানি BIFPCL।
  • মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র : এটি কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত। প্রকল্পটিতে অর্থায়ন করছে JICA (জাপান)। এটি বিগ-বি প্রজেক্টের অন্তর্ভুক্ত একটি প্রকল্প।
  • দেশের প্রথম এক্সপ্রেসওয়ে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক (ঢাকা-মাওয়া-ভাঙ্গা); ৫৫ কি.মি. দীর্ঘ।

    বিভিন্ন সম্মেলন

  • জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন : ৭-১৯ ডিসেম্বর ২০২২ কানাডার মন্ট্রিলে ১৫তম জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর ২০২২ পরিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষায় এক ঐতিহাসিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। ২০৩০ সালের মধ্যে বিশ্বের ভূমি ও সমুদ্রের ৩০% রক্ষা, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার রক্ষা, ধনী দেশগুলো ২০২৫ সালের মধ্যে প্রতিবছর ২০০০ কোটি ডলার অর্থ দিবে প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
  • ২৭তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-27) : মিশরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা অঞ্চল [IPCC]। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থসহায়তা দিতে ‘লস এন্ড ড্যামেজ ফান্ড’ গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন (২০২৪ সালের মধ্যে)। সম্মেলনে ‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড (GCA) অর্জন করে বাংলাদেশ।
  • ১৭তম জি-২০ সম্মেলন : শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট। ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন হয়। জি-২০ সদস্যের বাইরে অংশগ্রহণ করে ১০টি আমন্ত্রিত দেশ ও ১০টি সংস্থা। 
  • ২০২৩ সালের ১লা জানুয়ারি ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হয় ক্রোয়েশিয়া। ইউরোপের দেশগুলোতে জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার চুক্তির নাম শেনজেন চুক্তি (১৯৮৫)। ১৯৯৫ সালে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। ক্রোয়েশিয়া ২০তম সদস্য হয়ে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করে। 
  • তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
    আমদানিতে শীর্ষ দেশ চীন।
    রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব।
    রিজার্ভে শীর্ষ দেশ ভেনিজুয়েলা।
  • ওপেক প্লাস : মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৩টি দেশ নিয়ে গঠিত সংগঠন ওপেক হিসেবে পরিচিত হলেও ২০১৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে গেলে রাশিয়াসহ আরো দশটি তেল উৎপাদনকারী দেশ এই জোটে যোগ দেয় এবং এটি ওপেক প্লাস হিসেবে পরিচিতি লাভ করে।
  • ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস (৪০তম রাজা); অভিষেক হবে- ৬ মে ২০২৩। তাঁর স্ত্রী ক্যামিলার রাজকীয় মর্যাদা- কুইন কনসর্ট। চার্লস কমনওয়েলথভুক্ত যুক্তরাজ্যসহ ১৫টি দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান।
  • চীন আফ্রিকার যে দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে : জিবুতি।
  • জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত- শেখ হাসিনা।
  • আলোচিত সংগঠন

  • I2U2 : ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের নামের আদ্যাক্ষর নিয়ে গঠিত নতুন জোট I2U2। এ জোটের উদ্দেশ্য হলো- পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।
  • PGII, PBP, CSC : ২০২২ জার্মানির দক্ষিণাঞ্চলের স্কলস এলমাউতে অনুষ্ঠিত ৪৮তম জি-৭ সম্মেলনে বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব (Partnership for Global Infrastructure and Investment PGII) নামের প্রকল্প গ্রহণ করা হয়। কার্যত চীনের আলোচিত Belt and Road Initiative (BRI) প্রকল্পের পাল্টা ব্যবস্থা হিসেবে এ তহবিল গঠন করা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে ৪টি দেশ নিয়ে Partners in the Blue Pacific (PBP) গঠন করেছে যুক্তরাষ্ট্র। জোটের অপর চার দেশ হলো- অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য।
  • AUKUS : বর্তমান বিশ্বের বহুল আলোচিত একটি সামরিক জোট। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সমন্বয়ে গঠিত এই জোট। প্রধান লক্ষ্য- দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলা। অনেকের মতে এই জোটের কারণে কোয়াডের কার্যকারিতা অনেকটাই কমে আসবে।
  • QUAD : ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার চতুপাক্ষিক জোট Quadrilateral Security Dialogue বা ‘কোয়াড’  নামে পরিচিত। মূল উদ্যোক্তা- জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ২০০৭ সালে কোয়াডের সূচনা হয়, ২০১৭ সালে এটি পুনরায় সক্রিয় হয়ে উঠে। চীন একে ‘এশিয়ান ন্যাটো’ হিসেবে অভিহিত করেছে। কোয়াড প্লাসভুক্ত সদস্য রাষ্ট্র ৩টি- দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও ভিয়েতনাম।
  • CSC : সম্প্রতি ‘ভারত মহাসাগরীয় কোয়াড’ হিসেবে পরিচিতি লাভ করেছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (CSC) জোট। এর সদস্য দেশ ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও মরিশাস। এছাড়া বাংলাদেশ ও সিচেলিস এর পর্যবেক্ষক রাষ্ট্র।
  • RCEP : ১৫ নভেম্বর, ২০২০ যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে চীনের নেতৃত্বে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের সমন্বয়ে গঠিত হয় বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট Regional Comprehensive Economic Partnership। এই চুক্তি স্বাক্ষরিত হয় ভিয়েতনামের হ্যানয়ে। 
  • বাংলা একাডেমি প্রবর্তিত ২০২৩ সালের ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ লাভ করেন কবি মোহাম্মদ রফিক।
  • ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’-এর বর্তমান নাম : জাতীয় মানবকল্যাণ পদক।
  • ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা- ২০২২ (প্রাথমিক প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই, ২০২২) : ১৫-২১ জুন, ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা। এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। পরবর্তী জনশুমারি অনুষ্ঠিত হবে ২০৩১ সালে। এবারের জনশুমারিতে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। এই জনশুমারিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি দেখা যায়।
    এই জনশুমারিতে ডিজিটাল ব্যবস্থায় ট্যাবের মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়, ব্যবহার করা হয় MDM নামক সফটওয়্যার (গণনা করা হয় প্রবাসীদেরকেও)। মোট ৪৫ ধরনের তথ্য নেওয়া হয়।
  • চীনের আগ্রাসন ঠেকাতে নতুন আঞ্চলিক জোট : JAPHU.
    চীনের আগ্রাসন ঠেকাতে বৈশ্বিক জোট : AUKUS.
  • কৃষি ও মৎস্য- ২০২৩ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে।
  • দেশে বনভূমির পরিমাণ- ১৭.৫% [বন অধিদপ্তর]; দেশে বনভূমির পরিমাণ- ১৪.১% [সূত্র: জাতিসংঘ]
  • NDB’র সদস্য বাংলাদেশ : BRICS জোটের প্রতিষ্ঠিত ব্যাংকের নাম New Development Bank। ২০ আগস্ট ২০২১ NDB’র নতুন সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে।
  • IVI এর সদস্য বাংলাদেশ : IVI এর পূর্ণরূপ International Vaccine Institute। ১৫ জুলাই ২০২১ বাংলাদেশ সংস্থাটির ১৯তম সদস্যপদ লাভ করে। এর সদরদপ্তর- সিউল, দক্ষিণ কোরিয়া।
  • ঢাকায় GCA’র আঞ্চলিক কেন্দ্র : জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যে ১৬ অক্টোবর ২০১৮ যাত্রা শুরু করে Global Center on Adaptation (GCA)। ২০২০ সালে আঞ্চলিক কেন্দ্রটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে স্থাপন করা হয়। সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস।
  • বাংলাদেশকে শীর্ষ পাঁচ ঋণদাতা সংস্থা ও দেশ : বিশ্বব্যাংক, এডিবি, জাপান, রাশিয়া ও চীন।
  • সম্প্রতি শেখ হাসিনা পাটকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন।
  • বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি : শাহাবুদ্দিন চুপপু।
  • বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প : তৈরি পোশাক শিল্প।
  • ২০২২ সালে বাংলাদেশের মোট প্রবাসী আয় : ২১.২৯ বিলিয়ন ডলার।
  • বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে (বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে)।
  • বাংলাদেশের পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজার : জার্মানি।
  • দেশের প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ মহাকাশ গবেষণা কেন্দ্র : শ্রীপুর, গাজীপুর।
  • সার্ক সাহিত্য পুরস্কার-২৩ লাভ করে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
  • আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশ সর্বপ্রথম স্বর্ণপদক লাভ করে : সুরু কৃষ্ণ চাকমা (ঢাবি)।
  • বর্তমানে দেশে বীরাঙ্গনা : ৪৪৮ জন।
  • সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে বৃহৎ ব্যাংক বন্ধ হয়ে যায় : সিলিকন ভ্যালি ব্যাংক।
  • জাতিসংঘের তিন সংস্থার সহ-সভাপতি : ১১ জানুয়ারি ২০২৩ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (UNOPS) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হন।
  • বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ মুজিবপিডিয়া। তাঁর ঘটনাবহুল রাজনৈতিক ও কর্মময় জীবন তুলে ধরা হয়েছে। দুই খণ্ডে এটি বিভক্ত।
  • মুজিববৃত্তি প্রদান করা হয় : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিহত ভারতীয় সেনাদের বংশধরদের জন্য।
  • মুক্তিযুদ্ধের সময় যে মার্কিন নাগরিক বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলেন : এডওয়ার্ড এম কেনেডি। তাঁর ছেলে টেড কেনেডি বাংলাদেশে ২০২২ সালে ভ্রমণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়।
  • স্মার্ট বাংলাদেশ : ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নের পর এবার নতুন মিশন ‘স্মার্ট বাংলাদেশ’, যা ২০৪১ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য। ‘রূপকল্প ২০৪১’- এর অভীষ্ট অর্জন দ্রুততর করতেই ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প প্রণয়ন করা হয়েছে। ২০৩১ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন ও উচ্চ-মধ্যবিত্ত আয় নিশ্চিতকরণ এবং ২০৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক, সমৃদ্ধশালী দেশে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
    **২০২২ সালের ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ প্রকল্পের ধারণা দেন : শেখ হাসিনা। ২০২৩ সালের ১১ জানুয়ারি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১১ দফা দাবি উত্থাপন করেন।
    **স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে : মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
    স্মার্ট বাংলাদেশ গড়ার ৪টি ভিত্তি হচ্ছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।
    স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৮ জানুয়ারি ২০২৩ প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে শুরু হয় ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ উদ্যোগের যাত্রা। দেশের প্রথম স্মার্ট উপজেলা- শিবচর, মাদারীপুর (উদ্বোধন – ৩১ জানুয়ারি, ২০২৩)। দেশের প্রথম স্মার্ট গ্রাম : হিজলা গ্রাম, ঝিনাইদহ।
    **QR : Quick Response.
  • বর্তমানে জেলা উপজেলার সংখ্যা ইত্যাদি-
    ইউনিয়ন (৪৫৫৪)
    থানা (৬৫২) ঈদগাঁও, কক্সবাজার
    পৌরসভা (৩৩০) শ্যামনগর, সাতক্ষীরা
    সিটি কর্পোরেশন (১২) ময়মনসিংহ
    উপজেলা (৪৯৫) মধ্যনগর, সুনামগঞ্জ
    জেলা (৬৪) কক্সবাজার
    বিভাগ (৮) ময়মনসিংহ
  • মেট্রোরেল প্রকল্পের খুঁটিনাটি-
    মেট্রোরেলের লোগোর ডিজাইনার- আলী আহসান নিশান।
    মেট্রোরেল চলবে- বিদ্যুৎশক্তির সাহায্যে।
    মেট্রোরেলের প্রথম চালক- মরিয়ম আফিজা।
    সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে মেট্রোরেল চালু করে।
    মেট্রোরেলের সর্বমোট লাইন ৬টি। এর দৈর্ঘ্য ১২৯.৯০১ কি. মি.।
  • সম্প্রতি আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে খোলা হয়।
    উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ব্রাজিলে বাংলাদেশের দূতাবাস আছে
  • জাতিসংঘভুক্ত ৫৯টি দেশে বাংলাদেশের ৬০টি মিশন ও ৮১টি কূটনৈতিক মিশন আছে।
    জাতিসংঘভুক্ত ১৩৪টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন নেই।
  • Rapid Pass : দেশের প্রথম পাতাল রেলপথ হবে- বিমানবন্দর-কমলাপুর রুটে।
    বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যুক্ত করা হয়েছে Communications Based Train Control (CBTC)|
  • একুশে পদক- ২০২৩ পাচ্ছেন ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠান।
    একুশে পদকের জন্য মনোনীত দুটি প্রতিষ্ঠান হলো: শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।
  • কাজাখাস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব- ইমরানুর রহমান (টাইমিং: ৬.৫৯ সেকেন্ড)। 
    অনুশীলন আন্তর্জাতিক বই

     

  • দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অর্থাৎ পাহাড়ি অঞ্চলের প্রথম নারী ব্যারিস্টার – ভ্যালী চাকমা।
  • পদ্মা সেতু উদ্বোধন করা হয় – ২৫ জুন, ২০২২।
  • মেট্রোরেল উদ্বোধন করা হয় – ২৮ ডিসেম্বর, ২০২২।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হয় সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্য তিরোলকে।
  • বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০টি (সর্বশেষ দেশ- ক্রোয়েশিয়া, ১ জানুয়ারি, ২০২৩)
  • বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭টি (সর্বশেষ দেশ- ক্রোয়েশিয়া, ১ জানুয়ারি, ২০২৩)
  • ২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম এ-৭ শীর্ষ সম্মেলন হবে- হিরোশিমা, জাপান।
  • এলডিসির পঞ্চম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়- দোহা, কাতার।
    ২০২৪ সালে জি-২০ এর ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিল।
    ২০২৩ সালে BRICS এর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে -দক্ষিণ আফ্রিকা।
  • ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে- সামোয়া।
  • জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ৪.৬ বিলিয়ন বছর পূর্বের ছবি প্রকাশ করে : ১২ জুলাই, ২০২২।
    আলো এক বছরে যতটুকু অতিক্রম করতে পারে তাকে এক আলোকবর্ষ বলে। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮.১৯ মিনিট।
  • বিশ্ব অর্থনীতির শীর্ষ ৫ দেশ : যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত।
  • জাপানের যে প্রধানমন্ত্রী আততায়ীর হাতে মারা যান : শিনজে অ্যাবে।
  • রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান : ৮ সেপ্টেম্বর, ২০২২।
    ব্রিটেনের বর্তমান রাজা : তৃতীয় চার্লস। তার উপাধি প্রিন্স অব ওয়েলস।
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রার উদ্যোগ নেয় : জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক।
  • ৯৫তম অস্কার/একাডেমি পুরস্কার (চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার)-
    *সেরা চলচ্চিত্র : এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স।
    *সেরা অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়াল)।
    *সেরা অভিনেত্রী : মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স)।
    *সেরা পরিচালক: ড্যানিয়েল ক্যাওয়ান।
    *স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি : দ্য এলিফেন্ট হুইসপার্স।
    *প্রথম বাঙালী হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন : সত্যজিৎ রায়।
    *প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন : নাফিস বিন জাফর।
  • বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত, রপ্তানিতে যুক্তরাষ্ট্র।
  • জাপানি অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) অবস্থিত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
  • সম্প্রতি বাংলাদেশ কেনিয়ায় কৃষিজমি ব্যবহারের চুক্তি করেছে।
  • দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপিত হয় : পেকুয়া, কক্সবাজার (বানৌজা শেখ হাসিনা)।
  • বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত ইউরোপে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ পাবে।
  • বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে নিয়োগ পেয়েছেন : অজয় বাঙ্গা।
  • ‘সেমিকন্ডাক্টর চিপ’ শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতাকে চিপ যুদ্ধ বলা হয়।
  • শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত : রংপুর।
  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করে : মন্ত্রিপরিষদ সচিব।
  • মুক্তিযুদ্ধভিত্তিক ‘ওরা ৭ জন’ ছবির পরিচালক : খিজির হায়াত খান।
  • ২০২৩ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ অস্থায়ী দেশ : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।
  • ৪র্থ সাফ অনূর্ধ্ব নারী-২০ ফুটবল চ্যাম্পিয়ন দেশ : বাংলাদেশ (রানার্স আপ- নেপাল)।
  • স্বাধীনতা পুরস্কার-২৩ লাভ করে যে প্রতিষ্ঠান : ফায়ার সার্ভিস।
  • বাংলাদেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে : মেরিনা খাতুন (তাড়াশ, সিরাজগঞ্জ)। 
  • নিচের লিংকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ-

    বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
    বাংলাদেশের পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page