International Currency Name at a glance
- গানি মাজির জামাই HSC পাশ করে BBA পড়তে অস্ট্রেলিয়া গেল। (ডলার)
গা : গায়ানা
নি : নিউজিল্যান্ড
মা : মার্কিন যুক্তরাষ্ট্র
জি : জিম্বাবুয়ে
H : হংকং
S : সিঙ্গাপুর
C : কানাডা
B : বেলিজ
B : ব্রুনাই
A : এন্টিগুয়া বারমুডা
তে : তাইওয়ান
গে : গ্রানাডা
তিমুর লিসতে, জ্যামাইকা, অস্ট্রেলিয়া, নামিবিয়া, আল সালভেদর, ডোমিনিকা, ত্রিনিদাদ এন্ড টোবাগো, ইকুয়েডর, সুরিনাম, পালাউ। - সিরিয়ার সুমি লেবানন থেকে ইংল্যান্ডে পড়তে গেল। (পাউন্ড)
সিরিয়া
সু : সুদান
মি : মিসর
লেবানন
ইংল্যান্ড - আর্জেন্টিনার মেচি উরুগুয়ের সাথে ফি কিক করে। (পেসো)
আর্জেন্টিনা
মে : মেক্সিকো
চি : চিলি
উরুগুয়ে
ফি : ফিলিপাইন
কি : কিউবা
ক : কলাম্বিয়া
পেসো ব্যবহারকারী একমাত্র এশিয়ান দেশ : ফিলিপাইন। - I AM MBBS তাই করুণা ও গ্যাবনকে SMC এর ওরস্যালাইন খেতে বললাম। (ফ্রাংক)
I AM : আইভরি কোস্ট, আফ্রিকার রিপাবলিক, মোনাকো
MBBS : মালাগাছি, বুরুন্ডি, বেনিন, সুইজারল্যান্ড
করুনা : কঙ্গো, রুয়ান্ডা, নাইজার, গ্যাবন
SMC : সেনেগাল, শাদ (মুন), ক্যামেরুন - তাকে সোমালিয়া থেকে উগান্ডা নেওয়া হলো। (শিলিং)
তা : তানজানিয়া
কে : কেনিয়া
উগান্ডা
সোমালিয়া - স্ক্যান্ডেভিয়ান দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড ব্যতীত অন্য সব দেশের মুদ্রার নাম ক্রোনা। ফিনল্যান্ড ২০০২ সালে ইউরো মুদ্রা গ্রহণ করে। স্ক্যান্ডেভিয়ান দেশগুলো মনে রাখার সূত্র- ফিডে আসুন
ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। - আজ তিসা ও লিবাহ কই ডিনার করবে? (দিনার)
আ : আলজেরিয়া
জ : জর্ডান
তি : তিউনিসিয়া
সা : সার্বিয়া
লি : লিবিয়া
বাহ : বাহরাইন
ক : কুয়েত
ই : ইরাক - রিয়াল : ব্রাজিল, সৌদি আরব, কম্বোডিয়া, ওমান, কাতার, ইয়েমেন।
- রুপি : নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মরিশাস।
- রুফিয়া (Rufiyaa) : মালদ্বীপ।
- রুপিয়া (Rupiah) : ইন্দোনেশিয়া।
- চীনের অফিসিয়াল মুদ্রা রেনমিনবি (renminbi)। তবে দেশটিতে ইউয়ানও (yuan) প্রচলিত আছে।
- ওন (won) : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- ইয়েন (yen) : জাপান।
- ইরানের বর্তমান মুদ্রার নাম : তুমান।
- বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ : ২৫টি।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ১৯টি ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৬টি দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে। - ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত যে দেশগুলো এককভাবে ইউরো ব্যবহার করে : মন্টিনিগ্রো, এন্ডোরা, মোনাকো, ভ্যাটিক্যান সিটি, স্যানম্যারিনো, কসোভো।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়েও ছয়টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করে নি। যথা- চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সুইডেন।
- কয়েকটি দেশ যদিও ভৌগোলিকভাবে ইউরোপে অবস্থিত। তবে দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। যার ফলে তারা ইউরো মুদ্রা ব্যবহার করতে পারে না। যদিও এর মধ্যে কয়েকটি দেশে ইউরো মুদ্রায় সীমিত লেনদেন করা হয়। যথা- আলবেনিয়া, বেলারুশ, বসনিয়া, আইসল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, মালদোভা, লিচেনস্টাইন, রাশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, সার্বিয়া।
ব্যতিক্রমি মুদ্রা
- কাজাখস্তান : টেনজে।
- ইসরাইল : শেকেল।
- মিয়ানমার : কিয়াট।
- উজবেকিস্তান, কিরগিস্তান : সোম।
- আজারবাইজান : মানাত।
- ঘানা : সিডি।
- কোস্টারিকা : ক্লোন।
- পাপুয়া নিউগিনি : কিনা।
- থাইল্যান্ড : বাট।
- ভেনিজুয়েলা : বলিভার।
- নিকারাগুয়া : কর্ডোবা।
- দক্ষিণ আফ্রিকা : র্যান্ড।
- সিয়েরা লিওন : লিওন।
- রাশিয়া-বেলারুশ : রুবল।
- হাঙ্গেরি : ফরিন্ট।
- ইউক্রেন : রিভনিয়া।
- মঙ্গোলিয়া : তুগরগ।
- মালয়শিয়া : রিঙ্গিট।
- তুরস্ক : লিরা।
- ভিয়েতনাম : ডং।
- আর্মেনিয়া : ড্রাম।
- পোল্যান্ড : জলোটি।
- ম্যাকাও : পতাকা।
-
ভুটান : গুলট্রাম।
- ফেসবুকের মুদ্রার নাম : Libra Coin.
- পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত দেশগুলো যে অভিন্ন মুদ্রা চালু করার পরিকল্পনা করছে : ইকো (ECO).
- ডলার : মার্কিন ডলার বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মুদ্রাবাজারে ডলার হার্ড কারেন্সি নামে পরিগণিত হয়। ১৮০০ সালের দিকে মার্কিন ডলার সবুজ ব্যাকগ্রাউন্ডে মুদ্রণ হত বলে একে Greenback বলা হয়।
- যে দেশের মুদ্রায় ব্রিটিশ রানির ছবি থাকে : কানাডা।
- কালো টাকা : কালো টাকা বলতে এমন সম্পদ বা আয়কে বোঝায় যে সম্পদ বা আয়ের বিপরীতে কর প্রদান করা হয় নি।
এটি আবার দুই প্রকার। যথা- বৈধভাবে উপার্জিত সম্পদ ও অবৈধভাবে উপার্জিত সম্পদ। তবে অবৈধভাবে উপার্জিত সম্পদকে ‘বৈধ বলে’ স্বীকৃতি দেয়া হয় না। কালো টাকা রাখার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। - বিটকয়েন : বিটকয়েন হচ্ছে ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফি প্রটোকলের মাধ্যমে
লেনদেন হওয়া ডিজিটাল মুদ্রা। এটি লেনদেনর জন্য কোনো ধরনের অর্থনৈতিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এ মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রা ব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন।
- অনুশীলন সিরিজের আন্তর্জাতিক বইতে এই তথ্যগুলো সূত্র সহকারে পাবেন। অর্ডার করুন–
Contact : 01921122611, 01880206486