লগ ইন এবং সাইন আপ কিভাবে করবেন?

অনুশীলন ওয়েবসাইটে আপনি কীভাবে Log in করবেন বা Sign up করেন তা এখানে তুলে ধরা হল। 

১। প্রথমে আমাদের ওয়েবসাইটে যাবেন। লিংক এখানে অনুশীলন ওয়েবসাইট । 

১

২। এরপর আপনি সেখানে Log In / Register অপশন পাবেন। নতুন একাউন্ট করতে হলে Register এখানে চাপ দিবেন কিন্তু পূর্বেই আপনার একাউন্ট থাকলে Log In এ ক্লিক করবেন। 

২

৩। সাইন আপ পেজে ক্লিক করে আপনি সেখানে দেওয়া তথ্যগুলো ইনপুট করবেন। যেমন- প্রথম নাম, শেষ নাম, ইউজারনেম, ইমেইল ও পাসওয়ার্ড দিন আর টার্মস এন্ড প্রাইভেসি পলিসি অপশনে সিলেক্ট করুন। তারপর Register এ ক্লিক করলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে ।

৩

৪। আর যদি Login করতে চান সেক্ষেত্রে একাউন্ট করার সময় যেই ইমেইল বা ইউজারনেম দিয়েছেন আর তার সাথে আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে Login বাটনে চাপ দিলেই আপনার একাউন্টের ড্যাশবোর্ড চলে আসবে। 

৪

এভাবেই আপনি একাউন্ট তৈরি করতে পারবেন কিংবা লগ ইন করতে পারবেন। ধন্যবাদ।

 

1 thought on “লগ ইন এবং সাইন আপ কিভাবে করবেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart

You cannot copy content of this page

Scroll to Top