আমি কিংবদন্তির কথা বলছি

আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা-বিশ্লেষণ

আমি কিংবদন্তির কথা বলছি

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। (বাঙালি জাতির পূর্বপুরুষদের পরিচিতি)
তাঁর করতলে (হাতের মুঠোয়) পলিমাটির সৌরভ ছিল (কৃষিভিত্তিক সমাজের কথা)
তাঁর পিঠে রক্তজবার (জবার লালকে পিঠের ক্ষতের সাথে তুলনা) মত ক্ষত ছিল। (বাঙালিদের উপর শোষণের চিত্র)
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন (লক্ষ্য অর্জনে পাহাড়সম প্রতিকূলতা অতিক্রম করার সংগ্রামী ও সাহসী চেতনা)
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন (বন ও হিংস্র প্রাণির মতো বিপদসংকুল পথ অতিক্রমের কথা)
পতিত জমি আবাদের কথা বলতেন (পতিত জমিকে সবুজ শ্যামল করার মতো অসাধ্য সাধন)
তিনি কবি এবং কবিতার কথা বলতেন। (মুক্তির বাণী)
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, (ইতিবাচক কথা সাহসের সাথে প্রকাশই কবিতা)
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। (কবিতা যেন জমিতে যত্নে ফলানো ফসল)

যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে। (সত্য থেকে বঞ্চিত হলে আত্মার মুক্তি হবে না)
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। (দিগন্তের বিশালতা ও সৌন্দর্য অনুভব না করতে পারা)
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। (স্বাধীনতার চেতনা না জাগায়)
আমি উচ্চারিত সত্যের মতো
স্বপ্নের কথা বলছি। (স্বপ্ন বাস্তবায়নের কথা বলছ)
উনুনের আগুনে আলোকিত
একটি উজ্জ্বল জানালার কথা বলছি। (আগুনের উত্তাপে পরিশুদ্ধ একটি মুক্ত জীবনের প্রত্যাশা)
আমি আমার মায়ের কথা বলছি,
তিনি বলতেন প্রবহমান নদী
যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। (মানুষকে তার আশা বাঁচিয়ে রাখে)
যে কবিতা শুনতে জানে না
সে নদীতে ভাসতে পারে না। (আত্মশক্তি অর্জন করতে না পারা)
যে কবিতা শুনতে জানে না
সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। (জীবনের সত্য উপলব্ধি করে কল্পবিলাসী না হওয়া)
যে কবিতা শুনতে জানে না
সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। (স্বাধীন ও নিরাপদ পরিবেশে থাকা)

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি বিচলিত স্নেহের কথা বলছি (আপনজনের উৎকণ্ঠার কথা স্মরণ করছি)
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি (মুক্তির জন্য তাদের অবদানের কথা স্মরণ করছি)
আমি আমার ভালোবাসার কথা বলছি।
ভালোবাসা দিলে মা মরে যায় (আপনজনের ভালোবাসায় গণ্ডীবদ্ধ থাকলে দেশকে হারাতে হয়)
যুদ্ধ আসে ভালোবেসে
মায়ের ছেলেরা চলে যায়, (দেশকে রক্ষা করতে আপনজনের ভালোবাসা তুচ্ছ করে চলে যায়)
আমি আমার ভাইয়ের কথা বলছি।
যে কবিতা শুনতে জানে না
সে সন্তানের জন্য মরতে পারে না। (প্রিয়জনের সত্য সর্বস্ব বিসর্জন দেওয়া)
যে কবিতা শুনতে জানে না
সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না। (লুক্কায়িত শক্তি জাগ্রত বা সাহসের সাথে মুক্তির পথ দেখানো)
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল (আঘাতের তীব্রতা)
কারণ তিনি ক্রীতদাস ছিলেন।

যে কর্ষণ করে
শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। (পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবে)
যে মৎস্য লালন করে
প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে।
যে গাভীর পরিচর্যা করে
জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। (প্রাণের ও প্রকৃতির পরিচর্যা)
যে লৌহখন্ডকে প্রজ্জ্বলিত (যুদ্ধের সংকেত) করে (লোহা শান দেওয়া)
ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
দীর্ঘদেহ পুত্রগণ (বাংলার বলিষ্ঠ সন্তান)
আমি তোমাদের বলছি।
আমি আমার মায়ের কথা বলছি
বোনের মৃত্যুর কথা বলছি
ভাইয়ের যুদ্ধের কথা বলছি
আমি আমার ভালবাসার কথা বলছি।
আমি কবি এবং কবিতার কথা বলছি।
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা (মুক্তির লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম)
সুপুরুষ ভালবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা (কবিতা আত্মার মুক্তি দেখায়)
রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। (রক্তাক্ত প্রতিরোধই মুক্তি অর্জনের পূর্বশর্ত)
আমরা কি তাঁর মত কবিতার কথা বলতে পারবো
আমরা কি তাঁর মত স্বাধীনতার কথা বলতে পারবো ? (সংশয় প্রকাশ)

8 thoughts on “আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা-বিশ্লেষণ”

  1. নাম প্রকাশে অনিচ্ছুক

    খুব ভালো উদ্যেগ ফ্রি করে দেয়ায় উপকার হল #আল্লাহ জাজা খায়ের দিক আপনাদিগকে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart

You cannot copy content of this page

Scroll to Top